• '...এবার আমেরিকায় মেয়ের কাছে চলে যাব', ভোটে না লড়ার সিদ্ধান্ত চিরঞ্জিতের?
    এই সময় | ০৮ মার্চ ২০২৪
  • টলিউডের বহু তারকা যোগদান করেছেন রাজনীতিতে। তাঁদের মধ্যে অনেকেই নির্বাচিত জনপ্রতিনিধিও হয়েছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছিলেন তাঁর পুরনো সৈনিক চিরঞ্জিৎ চক্রবর্তীর উপর। বারাসত কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু, এবার কি তিনি রাজনীতি থেকে অবসরের কথা চিন্তা করছেন?বৃহস্পতিবার বারাসতে তিনি একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন। সেখানেই মঞ্চে দাঁড়িয়ে অভিনেতা বলেন, 'গতবার আমি হাতজোড় করে বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমায় ছেড়ে দিন। এটা আমার কাজ নয়। আমি এই যুদ্ধের সিপাহী নই। তিনি ছাড়েন না কেন জানি না। আর আপনারা ভোট দিয়ে আমায় আবার ফিরিয়ে নেন। মহা মুশকিলের বিষয়। তবে এবার আর নয়। এবার ছাড়ব আমি। কী হবে!আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকব। আসবই না এখানে।'

    তবে বক্তব্যের শেষে অবশ্য আবেগ জড়ানো গলায় তিনি বলেন, 'কিন্তু, ছাড়তেও ইচ্ছে করে না। আমার অন্তরটা এখানে। আমি বারাসতে ভালোবাসি। তাই এখানে আসি। কলকাতার থেকে বারাসত কোনও অংশে কম নয়।'

    উল্লেখ্য, চিরঞ্জিৎ বরাবর স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত। আর মাত্র দুই বছর বাদেই বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে চিরঞ্জিৎ কি সেক্ষেত্রে ভোটে লড়বেন? যদিও এই নিয়ে আলাদা করে কোনও মন্তব্য করতে নারাজ রাজ্য রাজনৈতিক মহল। তাঁদের কথায়, ‘তৃণমূল বরাবর নিজেদের সৈনিক অত্যন্ত পরীক্ষা এবং পর্যবেক্ষণের পর নির্দিষ্ট করে থাকে। এক্ষেত্রে সবার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সর্বোপরি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি হিসেবে রয়েইছেন।’

    প্রসঙ্গত, মিমি চক্রবর্তীর গলায় কিছুদিনের আগে শোনা গিয়েছিল রাজনৈতিক সন্ন্যাসের সুর। তিনি নিজের ইস্তফাপত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিয়ে এসেছিলেন। যদিও তা সেই সময় পর্যন্ত গৃহীত হয়নি।

    দেবের তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল। তিনি কি লোকসভা নির্বাচনে আদৌ প্রার্থী হবেন? তা নিয়ে উঠছিল বিস্তর প্রশ্ন। যদিও সেই যাবতীয় জল্পনায় ইতি টেনেছেন এই তারকা। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনীতি ছাড়তে চাইলেও তাঁকে রাজনীতি ছাড়বে না। অর্থাৎ একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন, রাজনীতি থেকে আপাতত তিনি সরছেন না। সেক্ষেত্রে ঘাটালে তাঁকেই মুখ করতে পারে তৃণমূল কংগ্রেস, মনে করা হচ্ছে এমনটাই। শুধু তাই নয়, খুব শীঘ্রই তিনি ঘাটালে গিয়ে সভা করতে পারেন।
  • Link to this news (এই সময়)