• Calcutta High Court : অর্পিতার সঙ্গে পার্থর সম্পর্ক কি সাধারণ!
    এই সময় | ০৮ মার্চ ২০২৪
  • এই সময়: অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক কতটা ‘সাধারণ’ ছিল, তা নিয়ে সন্দিহান হাইকোর্ট। পার্থর জামিন-আর্জির শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য — উভয়ের সম্পর্ক সাধারণ নয়। যদিও জামিন পেতে মরিয়া পার্থ আপাতত ঝেড়ে ফেলতে চাইছেন অর্পিতাকে।এ দিন ইডি-র দাবি, পার্থ প্রভাবশালী। তাঁর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, ‘যাঁর কাছে টাকা, তিনি যদি অস্বীকার করেন, তা হলে আমার মক্কেলের কী করার আছে! অর্পিতা সন্তান দত্তক নিতে চেয়েছিলেন। ... একটা খামে আমার মক্কেলের নাম লেখা ছিল মানে, সেটাই দুর্নীতির প্রমাণ, এটা কী ভাবে সম্ভব?’ তাঁর আরও যুক্তি, সব স্বীকার করা হলেও তার মানে এটা নয় যে সবকিছুর মালিক পার্থই।

    তাঁর আরও দাবি, এই তদন্ত পক্ষপাতদুষ্ট। এটা স্বাধীন তদন্ত হতে পারে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান — অভিযুক্তদের মধ্যে এত টাকার জোগান কে দিতে পারেন? আইনজীবীর বক্তব্য, ‘আমার কোনও ধারণা নেই।’

    বিচারপতির বক্তব্য — এত টাকা যদি অর্পিতার বাড়ি থেকে পাওয়া যায়, তা হলে হয় শিক্ষা দপ্তরের সঙ্গে অর্পিতার সুসম্পর্ক ছিল। না-হয় অর্পিতার সঙ্গে মামলাকারীর এতটাই গভীর সম্পর্ক ছিল যে তাঁকেই এই সম্পত্তি হেফাজতের দায়িত্ব দেওয়া যায় বলে মনে করেছিলেন। আদালতের আরও পর্যবেক্ষণ — দু’জনের কোনও সাধারণ সম্পর্ক নয়, এর থেকে এটা স্পষ্ট। আপনার মক্কেল ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। তা ছাড়া প্রভাবশালীও। পার্থর আইনজীবীর পাল্টা দাবি, তাঁর মক্কেল প্রভাবশালী নন। ১২ মার্চ ফের শুনানি।
  • Link to this news (এই সময়)