দুবাই: এডেন উপসাগরে ফের হুথি জঙ্গিদের হামলা! এবার বার্বাডোজ়ের ফ্ল্যাগ চিহ্নিত লাইবেরিয়ার বাণিজ্যিক জাহাজ ‘এম/ভি ট্রু কনফিডেন্স’-কে লক্ষ্য করে অ্যান্টি-শিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথি জঙ্গিরা, যাতে প্রাণ গিয়েছে তিন জনের। আহত অন্তত চার, যাঁদের মধ্যে তিন জনের অবস্থা সঙ্কটজনক। ইরান-সমর্থিত ইয়েমেনের এই হুথি জঙ্গিগোষ্ঠী গাজ়ায় যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগরের বুকে ইজ়রায়েল এবং তাদের বন্ধুরাষ্ট্রের জাহাজগুলোকে টার্গেট করছে। এর আগে বিপুল অঙ্কের ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা এই প্রথম। মার্কিন সেন্ট্রাল কম্যান্ড সেন্টকম তাদের বিবৃতিতে এই হামলার খবর জানিয়েছে। দু’দিনের মধ্যে এই নিয়ে পঞ্চমবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা।সেন্টকমের দাবি, হুথিদের এই যথেচ্ছ হামলা আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপক ক্ষতি করছে। হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারির অবশ্য দাবি, ‘ট্রু কনফিডেন্স’কে অনেকবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তারা শোনেনি। তাই হামলা চালানো হয়।
তবে এই জাহাজ থেকেই এক ভারতীয়-সহ ২১ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা। কপ্টার এবং নৌকা ব্যবহার করে উদ্ধারের পর আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। এর আগেও হুথিদের মিসাইলে আক্রান্ত এমন একাধিক জাহাজের ক্রুকে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনার টহলদারি যুদ্ধজাহাজ।
গত নভেম্বর থেকে গাজ়ায় হামাস জঙ্গিগোষ্ঠী নিধনের নামে ইজ়রায়েল যে হামলা চালাচ্ছে, তার জবাবেই ইজ়রায়েল এবং তাদের বন্ধুরাষ্ট্র আমেরিকা, ব্রিটেনের বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালাচ্ছে হুথিরা। প্যালেস্তিনীয়দের পাশে থাকার বার্তা দিতে এডেন উপসাগর এবং লোহিত সাগরে হামলা চালাচ্ছে হুথিরা। গত শনিবার লেবাননের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ২১ হাজার টন অ্যামোনিয়াম ফসফেট সালফেট সার নষ্ট করেছে হুথিরা। ১৮ ফেব্রুয়ারি রুবিমার নামে একটি জাহাজে হামলা চালায় তারা।
ব্রিটেন এবং আমেরিকার অবশ্য দাবি, ইয়েমেনে পাল্টা হুথিদের ডেরাকে টার্গেট করছে তারা, কিন্তু তাতেও জাহাজে হামলা থামছে না। ব্রিটিশ বিদেশসচিব ডেভিড ক্যামেরনের বক্তব্য, ‘আমরা সমুদ্রপথে স্বাধীন ভাবে বাণিজ্যের জন্য লড়াই চালিয়ে যাব। মুখের মতো জবাব দেব প্রতিপক্ষকে।’ তবে পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের ১২ শতাংশই হয় এই জলপথে। হামলা এড়াতে অনেক দেশের জাহাজই এখন এডেন উপসাগর এবং লোহিত সাগর এড়িয়ে চলছে, ফলে বেড়েছে পরিবহণের খরচও।