Narendra Modi: 'আগামী ১০ বছর দেশের প্রধানমন্ত্রী মোদী', বড় ঘোষণা শাহের, 'অবসর' নীতি নিয়ে প্রশ্ন দলেই
এই সময় | ০৮ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের দামামা আনুষ্ঠানিক ভাবে এখনও পর্যন্ত না বাজলেও প্রস্তুতি নিতে দেরি করেনি রাজনৈতিক দলগুলি। বেশ কয়েক মাস আগে থেকেই একটু একটু করে পা বাড়ানো হয়েছে প্রচারের দিকে। কেন্দ্রের শাসক দল বিশেষ করে প্রচার অভিযানের দিকে নজর দিয়েছে কয়েক মাস আগে থেকেই। এই আবহেই বড় দাবি করেছেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর কত বছর প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।২০১৪ সাল তো বটেই ২০১৯ সালেও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটাই দাবি করেছেন। দ্ব্যার্থহীন ভাষায় শাহর দাবি, আরও ১০ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন।
আগামী ১০ বছরে ভারতের রাজনীতি কোন দিকে যাবে সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দেশে যে গণতন্ত্র চলছে তা কাজের উপর নির্ভর করে। সাফল্যের রাজনীতিতে মানুষ ভোট দেয় কাজ দেখেই।' সেই কাজের বিচারেই আগামী ১০ বছর প্রধানমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদীই থাকবেন বলে দাবি করেন শাহ। পাশাপাশি কংগ্রেস জমানার সমালোচনাও করেন মোদীর সেনাপতি। বলেন, 'আগের সরকার জাত-পাত, ধর্মের উপরে এবং তোষণকেন্দ্রিক রাজনীতি করত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রীতির বদল করে সাফল্যকেন্দ্রিক রাজনীতির আবহ তৈরি করেন। দেশের ক্ষমতায় থাকার বিষয়টি নির্ভর করে কে কী করছেন তার উপর। মানুষ কাজ করার যোগ্যতা দেখেই ক্ষমতায় থাকার সুযোগ দেয়। আগামী দশ বছর প্রধানমন্ত্রীর কুর্সিতে বিরাজ করবেন নরেন্দ্র মোদীই।'
তবে শাহের এই ঘোষণার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরেই। কারণ রাজনৈতিক মহলেই কান পাতলেই শোনা যায় ৭৫ বছর হয়ে গেলেই কাউকে প্রত্যক্ষ রাজনীতিতে রাখার পক্ষপাতি নন নরেন্দ্র মোদী নিজে। মোদীর বয়স এখন ৭৩ বছর। নীতি অনুযায়ী, ৭৩ থেকে ৭৫ বছর বয়স হলেই নির্বাচনী রাজনীতি থেকে সরে যেতে হয় গেরুয়া শিবিরের নেতাদের। নীতি 'জটে' একাধিক গেরুয়া শিবিরের নেতা যেমন লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর যোশীদের অনিচ্ছা সত্ত্বেও বিদায় জানাতে হয়েছে নির্বাচনী ময়দানকে। শাহর দাবি অনুযায়ী, তিনি প্রধানমন্ত্রীর আসনে থাকতে পারেন ৮৩ বছর বয়স পর্যন্ত। শোনা যায় এর আগে বিজেপি শিবিরে নাকি অনেকবারই আলোচনা হয়েছে এবারই মোদীর শেষবার ক্ষমতার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২২ সালে গুজরাট নির্বাচনের সময়ও একই রকম সুর ভাসছিল রাজনীতির মহলে। তবে সেই আলোচনায় কার্যত জল ঢেলে দিলেন বিজেপির চাণক্য হিসেবে পরিচিত অমিত শাহ। শাহের দাবি অনুযায়ী আগামী ১০ বছর বিজেপি ক্ষমতায় থাকবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়াটা তো বিজেপির 'অবসর' নীতি অনুযায়ী থমকে যাওয়ারই কথা। তবে কি নিজের বেলায় 'অবসর' নীতি মানবেন না নমো? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের অন্দরে।