Sudha Murty : রাজ্যসভায় সুধা মূর্তি, বিশিষ্ট নাগরিক হিসেবে রাষ্ট্রপতির মনোনয়ন ইনফোসিস কর্ত্রীকে
এই সময় | ০৮ মার্চ ২০২৪
সুধা মূর্তিকে রাজ্যসভা প্রার্থী হিসেবে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লেখিকা, সমাজকর্মী সুধা মূর্তি ইসফোসিস কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী।
সমাজসেবা এবং শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট নাগরিক হিসেবে তাঁকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি। ইনফোসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা পদ্মভূষণে সম্মানিত সুধা মূর্তির সংসদের উচ্চকক্ষে পা রাখার খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নরেন্দ্র মোদী লেখেন, 'রাজ্যসভায় শ্রীমতি সুধা মূর্তিকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই খবরে আমি অত্যন্ত খুশি। সমাজসেবী, পরোপকারী এবং লেখিকা হিসেবে তিনি সকলের কাছে অনুপ্রেরণা। রাজ্যসভায় তাঁর উপস্থিতি নারী শক্তির পরিচয় বহন করবে। দেশের উন্নতিতে মহিলাদের ক্ষমতায়নকে চিহ্নিত করবে। সাংসদ হিসেবে তাঁর সময়কালের জন্য অভিনন্দন।'
খবর পাওয়ার পর সুধা মূর্তি বলেন, 'কাজের জন্য আরও বৃহত্তর প্ল্যাটফর্ম পেলাম। আমি অত্যন্ত খুশি।'
এর আগেও সুধা মূর্তির রাজনীতিতে যোগদান নিয়ে নানা জল্পনা রটেছিল। শিক্ষাবিদ, লেখিকা, পরোপকারী ইনফোসিস কর্ত্রীর আরও একটি পরিচয় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর শাশুড়ি। তাঁকে প্রশ্নও করা হয়েছিল, এতগুলি ভূমিকায় সফল হওয়ার পর কি তাঁকে রাজনীতিতে দেখা যেতে পারে? তাঁর জবাব ছিল, 'আমি বর্তমানে যে ভূমিকায় রয়েছি, তা নিয়েই খুশি। যেমন আছি, তাতেই সুখী।' মাত্র কিছুদিন আগেই নয়া সংসদ ভবনে যেতে দেখা যায় সুধা মূর্তিকে। দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে যান তিনি। তখন থেকেই নানা জল্পনা রটে যায়। এ প্রসঙ্গে ইনফোসিস কর্ত্রী বলেন, 'নতুন সংসদ ভবন খুব সুন্দর। ভাষায় প্রকাশ করা যাবে না। আমি অনেকদিন ধরে এখানে আসতে চেয়েছিলাম। ঘুরে দেখতে চেয়েছিলাম। যেন স্বপ্ন সত্যি হল। ভারতের সংস্কৃতি, শিল্পকলা, ইতিহাস, খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সমস্তটাই খুব সুন্দর এখানে।'
তাঁর মুখে নয়া সংসদ ভবন এবং মোদীর প্রশংসা শুনে অনেকেরই অনুমান ছিল, তবে কি কেন্দ্রের শাসকদলের থেকে এ বছর লোকসভার টিকিট পেতে চলেছেন সুধা মূর্তি। তবে সমস্ত জল্পনার অবসান ঘটল শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঘোষণায়।
সম্প্রতি তিনি একটি অ্যানিমেটেড স্টোরি সিরিজ প্রকাশ করেছেন। 'স্টোরি টাইম উইথ সুধা আম্মা' নামে সেই সিরিজ ইউটিউবে দেখা যাচ্ছে। সেখানে নিজের মেয়ে তথা ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী অক্ষতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একাধিক কাহিনি শুনিয়েছেন সুধা আম্মা। সঙ্গে রয়েছে তাঁর পুত্রবধূ অপর্না কৃষ্ণণের গল্পও। শাশুড়ি-বউয়ে ইনফোসিস ম্যানসনে বাড়িতে কোনও ঝামেলা নেই বলেই জানান সুধা মূর্তি।