সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকা এলেনা জুকোভার সঙ্গে বাগদান পর্ব সারলেন মিডিয়া জায়েন্ট এবং ধনকুবের রুপার্ট মারডক। আগামী কয়েকদিন মধ্যে পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। প্রেমিকার সঙ্গে বাগদানের কথা নিশ্চিত করেছেন রুপার্টের মুখপাত্র।
৯২ বছর বয়সী রপার্টের মারডকের সঙ্গে ৬৭ বছরের এলেনার বিয়ের অনুষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার মোরাগায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ফক্স নিউজ কর্পোরেশনের চেয়ারম্যানের পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন মারডক। এরপরেই প্রেমিকার সঙ্গে বাগদান পর্বটি সেরে নিয়েছেন মিডিয়া জায়েন্ট।তবে এটি মারডকের ষষ্ঠ বাগদান পর্ব। এর আগে অ্যানলেসলি মানে নামে এক মহিলার সঙ্গে তাঁর বাগদান হলেও, পরে সেটি বিয়ে পর্যন্ত গড়ায়নি।
আগামী জুন মাসে বিয়ে
মিডিয়া জায়েন্টের সঙ্গে অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী এলেনা জুকোভার প্রেমকাহিনী কয়েক মাস আগে মুখোরচক হয়েছিল। মার্কিন পুলিশের বিশেষ পরামর্শদাতা লেসলি স্মিথের সঙ্গে মারডকের বাগদান ভেঙে যাওয়ার পরেই অবসরপ্রাপ্ত জীববিজ্ঞানীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। একটি মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, সমস্ত কিছু ঠিকঠাক চললে আগামী জুন মাসে বিয়ে হতে চলেছে তাঁদের। অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও সংবাদমাধ্যমটি জানিয়েছে।
রুপার্ট মারডকের ক্যারিয়ার
১৯৫০ সালে নিউজ করপোরেশনের প্রতিষ্ঠাতা রুপার্ট মারডক অস্ট্রেলিয়ায় তাঁর ক্যারিয়র শুরু করেছিলেন। ১৯৬৯ সালে দু’টি ব্রিটিশ সংবাদমাধ্যমের মালিক হয়েছিলেন তিনি। পরে আমেরিকার দু’টি সংবাদপত্রকে কিনে নিয়েছিলেন। আমেরিকার সবচেয়ে জনপ্রিয় চ্যানেল ফক্স নিউজের মালিক হয়েছিলেন ১৯৯৬ সালে। ২০২৩ সালে ফক্স নিউজ এবং নিউজ করপোরেশনে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মারডক। ছেলের উপর ছেড়ে দিয়েছিলেন মিডিয়া সম্রাজ্যের ভার।
কে এলেনা জুকোভা?
এলেকা জুকোভা হচ্ছেন একজন রুশ জীববিজ্ঞানী। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন। গত গ্রীষ্মের সময় রুপার্টের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর পরস্পর প্রেমে পড়েছিলেন। জানা গেছে মারডকের তৃতীয় স্ত্রী ওয়েডি ডেং-এর মাধ্যমে জুকোভার সঙ্গে পরিচয় হয়েছিল মিডিয়া জায়েন্টের।
মারডকের আগের বিয়ে অস্ট্রেলিয়ার বিমানসেবিকা প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল রুপার্ট মারডকের। এই বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি বিয়ে করেছিলেন স্কটিশ বংশোদ্ভুত সাংবাদিক অ্যানা মানকে। তৃতীয় বিয়ে চিনা বংশোদ্ভুত উদ্যোক্তা ওয়েডি ডেং। আমেরিকার মডেল ও অভিনেত্রী জেরি হল তাঁর চতুর্থ স্ত্রী। জুকোভারের রয়েছে প্রাক্তন স্বামী। তিনি একজন রুশ ব্যবসায়ী।