Narendra Modi At Kaziranga : গণ্ডার-হরিণ-হাতিদের ডেরায় রাত্রিবাস, প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কাজিরাঙায় নাইট স্টে মোদীর
এই সময় | ০৮ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের আগে দু'দিনের অসম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, তিনি কাজিরাঙা জাতীয় উদ্যানে রাত্রিবাসের সম্ভাবনা রয়েছে তাঁর। এই প্রথম দেশের কোনও প্রধানমন্ত্রী দুর্ভেদ্য জঙ্গলে এমন অ্যাডভেঞ্চার করবেন।সরকার সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী কাহরাতে অসম পুলিশের গেস্ট হাউসে রাত্রিবাস করবেন। কাজিরাঙা থেকে তিনি ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ২০২২ সালে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কাজিরাঙা সফর করেছিলেন।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, নরেন্দ্র মোদীই একমাত্র প্রধানমন্ত্রী যিনি সবচেয়ে বেশিবার অসম সফর করেছেন। কাজিরাঙায় রাত্রিবাস তাঁর লিস্টে আরও একটি রেকর্ড যোগ করবে। জানা গিয়েছে, তিনি শনিবার জঙ্গল সাফারি করবেন। জিপে করে গভীর অরণ্যে প্রবেশ করবেন নমো। ঘণ্টা দু'য়েক থাকবেন গণ্ডার-বাইসন-হাতিদের ডেরায়। কোহরার গেস্ট হাউসে তাঁর রাত্রিবাসের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। পুরনো আসবাবপত্র বদলে নতুন রাখা হয়েছে। মেরামত করা হয়েছে ট্যুরিস্ট ট্র্যাক। সাজিয়ে তোলা হয়েছে এলিফ্যান্ট টাওয়ার। ভাগ্য ভালো থাকলে গণ্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান হাতি, বুনো বাইসন, হরিণের দেখা পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিকে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে পর্যটকদের জিপ সাফারি এবং হাতির পিঠে চড়ে যাত্রার উপর পড়েছে কোপ। ৯ মার্চ সাধারণের জন্য সাফারি বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে জিপ সাফারি এবং হাতির পিঠে যাত্রা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে অসমের বনদফতর। পূর্ব অসমের বনবিভাগের কর্তা অরুণ ভিগনেশ নোটিশে দিয়ে এ কথা জানিয়েছেন। নোটিশে আরও জানানো হয়েছে, ৮ ও ৯ মার্চ কাজিরাঙা জাতীয় উদ্যান পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে অসমের কাজিরাঙাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। এ বছর উদ্যানটি সুবর্ণ জয়ন্তী বছর উদযাপন করছে। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে আরও উত্তেজনা। কাজিরাঙা জাতীয় উদ্যান পরিদর্শনের পাশাপাশি অসম সফরের সময় বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৯ মার্চ জোরহাটে জেলারেল লাচিত বারফুকনের ১২৫ ফুট উচ্চতার ব্রোঞ্জ মূর্তি উন্মোচনের পরিকল্পনা রয়েছে তাঁর।
অসম সফরের পরেই অরুণাচল সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পশ্চিম কামেং-এ সেনা টানেলের উদ্বোধন করবেন। ইটানগরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের কথা তাঁর। লোকসভা নির্বাচন উপলক্ষ্যেই প্রধানমন্ত্রীর উত্তর পূর্ব ভারতের দুই রাজ্য সফর বলে মনে করা হচ্ছে।