• Weather This Week: দিনে 'হট'-রাতে 'কোল্ড', দোসর লু! মার্চের কত দিন চলবে আবহাওয়ার রং বদল?
    এই সময় | ০৮ মার্চ ২০২৪
  • আবহাওয়ার খামখেয়ালিপোনার যেন অন্ত নেই! এই গরম তো এই ঠান্ডা! রাতে কোনও দিন হাইস্পিডে ফ্যান না চালালে ঘুম উড়ছে কোনও দিন আবার ফ্যান চালানোর প্রয়োজনই পড়ছে না। কোনও দিন আবার হালকা স্পিডে ফ্যান চালিয়ে পাতলা একটা লেপ চাদর চাপা মাস্ট। মোদ্দা কথাই আবহাওয়ার মুড বদল একেবারে যেন সপ্তমে। ভরা বসন্তে অনাহূত আগন্তুকের মতো হাজির হয়েছে বর্ষাও। কখনও আবার আকাশে পেঁজা তুলোর মতো মেঘ মনে করাচ্ছে শরৎকে। কত দিন চলবে আবহাওয়ার এমন খামখেয়ালিপোনা? কী বলছে আবহাওয়া দফতর?আবহওয়ার দফতর জানিয়েছে, জাঁকিয়ে শীত পড়ার আর সম্ভাবনা নেই। তবে বিদায় বেলায় বেশ কয়েকবার 'উঁকি-ঝুঁকি' মারতে পারে বটে। IMD-এর পূর্বাভাস মার্চ মাস জুড়েই আবহাওয়ার ঘন ঘন 'রূপবদল' চলবে। মার্চেই আবহাওয়ার 'তিন রঙা' রূপ দেখা যাবে। আবহাওয়ার দফতর সূত্রে খবর, মার্চ মাসে রাতের তাপমাত্রা থাকবে গরম এবং দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। কয়েকটি রাজ্য়ে অব্যাহত থাকবে তাপপ্রবাহ। আবহাওয়ার এই খামখেয়ালিপোনার প্রভাব পড়বে স্বাস্থ্যেও। সতর্ক করছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। আবহিদদের মতে, ১০ মার্চ থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমালয় অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন হবে। সেই কারণে একাধিক রাজ্যে সেসময় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৫ মার্চের পর ফের আবহাওয়া পরিবর্তন হতে পারে। দিনে রাতে গরম অনুভূত হবে।

    যে যে রাজ্যে রাতে গরমের পূর্বাভাস

    আবহাওয়ার দফতরে পূর্বাভাস হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ সহ সমস্ত দক্ষিণ ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলে মনে করা হচ্ছে। তালিকায় রয়েছে ওড়িশাও। এই রাজ্যগুলিতে রাতের দিকে আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রাও বেশি থাকবে সেই কারণে।

    যে রাজ্যগুলিতে দিনে ঠান্ডা অনুভূত হবেউত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ওড়িশায়, দিনের তাপমাত্রা আগামী দুই সপ্তাহের জন্য স্বাভাবিকের কাছাকাছি এবং এমনকি স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকতে পারে।

    তাপপ্রবাহ বইবে যে রাজ্যগুলিতে

    আবহাওয়ার পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণের রাজ্যগুলিতে। দক্ষিণ ভারতের সব রাজ্যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। মার্চের শেষ সপ্তাহে উত্তর কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় তামিলনাড়ুর পাশাপাশি মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু এলাকায় তিন থেকে পাঁচ দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (এই সময়)