• Kashi Vishwanath Live Darshan : মহাশিবরাত্রি উপলক্ষে কাশী বিশ্বনাথ মন্দিরে চলছে বিশেষ পুজো, লাইভ দেখুন এই লিংকে
    এই সময় | ০৮ মার্চ ২০২৪
  • দিনভর নিষ্ঠাভরে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। নির্জলা উপোস করে বাবার মাথায় জল ঢালার জন্য অপেক্ষায় রয়েছেন শিবভক্তরা। দেশের বিভিন্ন মহাপিঠ, জাগ্রত মন্দিরগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। শয়ে শয়ে ভক্তের ঢল নেমেছে ভগবান শিবের দর্শনে। কার্যত উৎসব বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে।শিবরাত্রি উপলক্ষে সরাসরি বাবা বিশ্বনাথের দর্শনের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। নন স্টপ লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে ঘরে বসেই। টানা ৩৬ ঘণ্টা ধরে বাবা বিশ্বনাথের দর্শন করার সুযোগ শিবভক্তদের। মঙ্গলারতি দিয়ে ৮ মার্চ শুরু মহাশিবরাত্রি উদযাপন। ৯ মার্চ শেষ হবে ভোগ আরতি রীতি পালনের মধ্যে দিয়ে।

    মহাশিবরাত্রির দিন বিকেল ৫টা পর্যন্ত কাশী বিশ্বনাথ মন্দিরে মোট ৭ লাখ ৫৭ হাজার ৫৪১ জন ভক্ত দর্শন করেছেন। কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বভূষণ মিশ্র বলেন, '৮ মার্চ মঙ্গলারতির সময় থেকে মন্দিরের সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলিতে মহাশিবরাত্রির অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। নন স্টপ লাইভ চলবে ৯ মার্চ ভোগ আরতি অনুষ্ঠান পর্যন্ত। শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট, শ্রী কাশী বিশ্বনাথ ধাম শীর্ষক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে এই লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে। মন্দির চত্বরের ভিতরে এবং বাইরেও লাইভ টেলিকাস্টের জন্য টিভি স্ক্রিন বসানো হয়েছে। মন্দির চত্বর ছাড়াও বারাণসী অসি ঘাট, দশাশ্বমেধ ঘাট, বারাণসী ক্যান্টনমেন্ট রেল স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাতেও লাইভ টেলিকাস্টের জন্য টিভি স্ক্রিন বসানো হয়েছে।' উল্লেখ্য, গত বছর আট লাখ ভক্ত বাবা বিশ্বনাথের দর্শন করেছিলেন মহাশিবরাত্রির দিন। এ বছর সেই সংখ্যা ইতিমধ্যেই ছুঁইছুঁই। তা আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে।

    বারাণসীর পুলিশ কমিশনার কৌশল রাজ শর্মা বলেন, 'শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বড় LED টিভি স্ক্রিন বসানো হয়েছে। এর জেরে ভক্তরা সরাসরি বিশ্বনাথ মন্দিরের শিবরাত্রি উদযাপন অনুষ্ঠান দেখতে পারবেন। মন্দির চত্বরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। একাধিক রাস্তায় ট্রাফিক অ্যাডভাইসরিও জারি করা হয়েছে। ভক্তদের যাতে এদিন দর্শনে কোনও সমস্যা না হয় তার জন্য প্রবেশ এবং প্রস্থান গেটগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাঁচটি আলাদা আলাদা গেট দিয়ে প্রবেশ এবং প্রস্থান করবেন পুণ্যার্থীরা। সেগুলি হল মা অন্নপূর্ণা গেট, গঙ্গা গেট, সরস্বতী গেট, বিশ্বনাথ গেট এবং নন্দুফারিয়া ব়্যাম্প। বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ ভক্তদের জন্য শিবরাত্রির পুজো দেওয়ার সুব্যবস্থা করা হয়েছে।'
  • Link to this news (এই সময়)