• Shivratri 2024 : মহাশিবরাত্রির শোভাযাত্রায় ভয়ংকর দুর্ঘটনা, হাইটেনশন তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট ১৫
    এই সময় | ০৮ মার্চ ২০২৪
  • দেশজুড়ে মহাশিবরাত্রি উদযাপনের দিনে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের কোটা। উৎসব পালনের সময় বৈদ্যুতিক শক খেয়ে জখম ১৫ জনের বেশি শিশু। এর মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা গুরুতর। জখমদের দেখতে হাসাপাতালে গিয়ে যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

    প্রকৃত ঘটনাটি কী?

    জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ শিবরাত্রি উপলক্ষ্যে রাজস্থানের কোটায় একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয়েছিল। কুনহাদি থার্মাল মোড়ের কাছে শোভাযাত্রাটি একটি হাইটেনশন পাওয়ার লাইনের নিচ দিয়ে যাচ্ছিল। সেই সময় মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তি ২২ ফুট লম্বা বাঁশের মাথায় লাগানো একটি ধর্মীয় পতাকা নিয়ে যাওয়ার সময় তারটি স্পর্শ করতেই ছিঁড়ে পড়ে।আর তার জেরে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।আহত শিশুদের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে। বৈদ্যুতিক শকে ৩ শিশুর শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। বলে কোটার একজন সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন। জখম শিশুদের চিকিৎসার জন্য প্রথমে কোটার এমবিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য বেশ কয়েকজনকে জয়পুরের একটি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে।

    সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট

    বৈদ্যুতিক শকে জখম শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে পোস্ট। তাতে দেখা যাচ্ছে, জখম শিশুদের কোলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন শিশুদের পরিবারের সদস্যরা।

    শিশুদের খোঁজ নিতে হাসপাতালে স্পিকার

    এদিকে, বৈদ্যুতিক শকে শিশু জখমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি আবার কোটার সাংসদও। জখমদের দেখতে কোটার এমবিএস হাসপাতালে ছুটে গিয়েছেন তিনি। কথা বলেছেন জখম শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে। হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুদের যথাযথ চিকিৎসারও নির্দেশ দিয়েছেন স্পিকার।

    লোকসভার স্পিকারের পাশাপাশি জখমদের দেখতে হাসপাতালে গিয়েছেন রাজস্থান বিদ্যুৎ মন্ত্রী হীরালাল নগরও। শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি। সেই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দিয়েছেন নির্দেশ।

    পূর্বের ঘটনাগত বছর রামনবমী উদযাপনের সময় রাজস্থানের কোটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। গুরুতর জখম হয়েছিলেন আরও ৩ জন। রামের মূর্তি নিয়ে শোভাযাত্রা একটি হাইটেনশন তারের নিচ দিয়ে যাওয়ার সময়, তার স্পর্শ করলে ঘটনাটি ঘটে। সেই ঘটনার এক বছর কাটতে না কাটতে, ফের কোটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ শিশুর জখমের ঘটনা ঘটল।
  • Link to this news (এই সময়)