CPIM West Bengal : উত্তর থেকে দক্ষিণে লাগাতার ১০টি সভা, ঝোড়ো প্রচারে নামছে CPIM
এই সময় | ০৯ মার্চ ২০২৪
CPIM News : লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকে দলই ঘুঁটি সাজাচ্ছে। জোর লাগাচ্ছে প্রচারে। প্রধানমন্ত্রী নির্বাচনের ময়দানে ভোট ঘোষণার আগে থেকেই প্রচার কর্মসূচি তৈরি করে রাখছে রাজনৈতিক দলগুলো। এবার রাজ্যের দশ প্রান্তে লাগাতার প্রচার কর্মসূচি নিল সিপিএম (CPIM)।তিন দিনে লাগাতার দশটি সভার আয়োজন করছে সিপিএম (CPIM)। আগামী ৯ মার্চ থেকে ১১ মার্চ তিন দিনে রাজ্যের দশটি জায়গায় টানা প্রচার কর্মসূচি নিচ্ছে বামেরা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে ঠাসা কর্মসূচি এই তিন দিনে। একাধিক সভায় উপস্থিত থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম থেকে শুরু করে DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরী, বিকাশ ভট্টাচার্য মতো প্রথম সারির নেতারা।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব দিক ভাগ করেই কর্মসূচি নেওয়া হয়েছে। ফুলবাড়ি থেকে শুরু করে সন্দেশখালি, ভগবানগোলা থেকে শুরু করে রামপুরহাট রাজ্যের দশপ্রান্তে ঝোড়ো প্রচারে নামছে সিপিএম। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম উপস্থিত থাকবেন ফুলবাড়ি, ভগবানগোলার প্রচারে। অন্যদিকে, মীনাক্ষী মুখোপাধ্যায় থাকবেন কৃষ্ণনগর, সিঁথি এবং মেখলিগঞ্জের প্রচারে। সিপিএমের (CPIM) যুব নেতাদেরও প্রচার কর্মসূচিতে প্রাধান্য দিচ্ছে বামেরা।
কেন্দ্রে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট গঠন হলেও রাজ্যে অবশ্য জোটের শরিক সিপিএম (CPIM), তৃণমূল, কংগ্রেস আলাদা ভাবে লড়াই করছে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁরা যে কোনওভাবেই একসঙ্গে লড়বে না, সে ব্যাপারে আগেই স্পষ্ট বার্তা দিয়েছিল রাজ্য সিপিএম (CPIM)। যদিও, কংগ্রেসের সঙ্গে তাঁদের আসন সমঝোতার বিষয়টি এখনও পরিষ্কার নয়। প্রদেশ কংগ্রেসের সঙ্গে তাঁদের আসন ভাগাভাগি হবে কিনা, সে ব্যাপারে এখনও দুই তরফেই কোনও ইঙ্গিত মেলেনি।
যদিও, সিপিএমের সঙ্গে জোটের ব্যাপারে বারবারই আশা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
তবে হাই কমান্ডের অঙ্ক কষাকষির কারণে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গত্যাগের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হয়নি। সেক্ষেত্রে আগামী দিনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ ভাবে লড়াই করলে, কংগ্রেসের সঙ্গে সিপিএম যে সম দূরত্ব বজায় রেখে চলবে, সে কথা বলাই বাহুল্য। তবে জোট সমীকরণ যাই হোক না কেন, প্রচার কর্মসূচিতে পিছিয়ে থাকতে রাজি নয় রাজ্য বাম নেতৃত্ব। সেই কারণে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই তাঁরা প্রচারে ঝড় তুলতে চাইছে গোটা রাজ্য জুড়ে।