Congress Candidate List: প্রথম তালিকায় নাম নেই প্রিয়াঙ্কার, কেন্দ্র ঘিরে বাড়ছে জল্পনা
এই সময় | ০৯ মার্চ ২০২৪
লোকসভা ভোটকে পাখির চোখ করে শুক্রবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেস নির্বাচন কমিটির বৈঠকের পর শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করা হয়। কংগ্রেসের প্রথম তালিকায় রাহুল গান্ধী (রাহুল গান্ধী আসন) , শশী থারুর (শশী থারুর), ভূপেশ বাঘেল সহ ৩৯ জন প্রার্থীর নাম রয়েছে । রাহুল গান্ধীকে কেরালার ওয়ানাড আসন থেকে প্রার্থী করেছে কংগ্রেস। ফের কেরালার তিরুবনন্তপুরম থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর। রাজনান্দগাঁও থেকে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে টিকিট দিয়েছে দল।অন্যদিকে, মহাসমুন্দ থেকে কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন মন্ত্রী তমরদ্বাজ সাহুকে, জ্যোৎস্না মহন্ত ছত্তিশগড়ের কোরবা আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন। কর্নাটকের বেঙ্গালুরুর গ্রামীণ থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন ডি কে সুরেশ। দুর্গ থেকে লড়বেন রাজেন্দ্র সাহু। রায়পুর থেকে বিকাশ উপাধ্যায়কে টিকিট দিয়েছে দল।
প্রথম দফায় কংগ্রেসের ৩৯ জনের প্রার্থী তালিকায় ২৪ জন অনগ্রসর, দলিত, উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী নাম উল্লেখ রয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কা গান্ধীর। জল্পনা চলছিল উত্তর প্রদেশের রায়বেরেলি আসন থেকে ২৪-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে পারেন প্রিয়াঙ্কা। সূত্র মারফত খবর মিলেছিল, আগামী লোকসভা নির্বাচনে রায়বেরেলি থেকে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে কোনও একজন ভোটে লড়তে পারেন। তবে পরিস্থিতি যেদিকে চলছে তাতে প্রিয়াঙ্কা গান্ধীরই রায়বরেলি থেকে ভোটে লড়ার সম্ভাবনা প্রবল। তবে শুক্রবার যে প্রার্থী তালিকা ঘোষণা হল তাতে অবশ্য রায়বেরেলির উল্লেখ নেই। সেখানে কংগ্রেস কাকে প্রার্থী করে ভবিষ্যতে সেদিকে নজর থাকবে।
রায়বেরেলি কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। ২০০৪ সাল থেকে এই আসনে টানা জয়ী হয়েছেন কংগ্রেসে নেত্রী সোনিয়া গান্ধী। ২০১৯ সালে সোনিয়াই উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্য়ে জয়ী একমাত্র কংগ্রেস সাংসদ ছিলেন। সম্প্রতি লোকসভা থেকে রাজ্যসভায় নিজেকে সরিয়ে নিয়েছেন সোনিয়া গান্ধী। নিজের স্বাস্থ্যকে ইস্যু করে সোনিয়া নিজেকে লোকসভা ভোটের ধকল থেকে হয়তো সরিয়ে নিয়েছেন। তবে রায়বেরেলি তার কাছে পরিবারের মত। তাঁকে কখনও খালি হাতে ফেরায়নি রায়বেরেলি। এরপরই প্রশ্ন উঠছে কে হবেন রায়বেরেলির লোকসভায় কংগ্রেসের প্রার্থী কে হবেন? প্রথম প্রার্থী তালিকায় তা ঘোষণা হল না। সকলের নজর এবার দ্বিতীয় প্রার্থী তালিকার দিকে।