Congress Candidate List : কংগ্রেসের প্রথম তালিকায় মাত্র ৩৯ জন! অমেঠি জল্পনা জিইয়ে 'নিরাপদ' ওয়েনাডেই প্রার্থী রাহুল
এই সময় | ০৯ মার্চ ২০২৪
অবশেষে লোকসভা ভোটের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে কে সি বেণুগোপাল প্রার্থীদের নাম ঘোষণা করলেন। জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হল, ওয়েনাড আসন থেকেই লড়বেন রাহুল গান্ধী। নিজের নিরাপদ আসনেই লোকভার লড়াইয়ে নামবেন কংগ্রেস নেতা। যদিও তিনি আমেঠি থেকে ফের একবার টিকিট পাচ্ছেন কি না, ২০১৯ সালের বদলা নিতে আবারও দু'টি আসনে লড়বেন কি না, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর মিলল না।
এদিকে, কংগ্রেসের প্রথম দফার তালিকায় নাম রয়েছে ৩৯ জনের। একাধিক SC-ST আসনও রয়েছে এই তালিকায়। ছত্তিশগড়, কর্নাটক, কেরালা, ত্রিপুরা, মেঘালয়ের আসনগুলিতে মূলত প্রার্থীদের নাম ঘোষণা হল। এ বার লোকসভার লড়াইয়ে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। পাশাপাশি কেরালায় নিজের জয়ী আসন তিরুঅনন্তপুরমেই ফের লড়ছেন শশী থারুর। ওই রাজ্যে আলাপ্পুরম কেন্দ্র থেকে টিকিট দেওয়া হল কে সি বেণুুগোপালনকে।
উল্লেখ্য, প্রথম দফার প্রার্থীতালিকায় প্রিয়াঙ্কা গান্ধীর নাম নেই। মা সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলি আসন থেকেই তিনি লড়তে চলেছেন বলে জল্পনা তুঙ্গে। তবে কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। আদৌ তিনি লোকসভায় ডেবিউ করছেন কি না, তা নিয়েও কোনও অফিসিয়াল ঘোষণা করেনি হাত শিবির।