• Congress Candidate List : কংগ্রেসের প্রথম তালিকায় মাত্র ৩৯ জন! অমেঠি জল্পনা জিইয়ে 'নিরাপদ' ওয়েনাডেই প্রার্থী রাহুল
    এই সময় | ০৯ মার্চ ২০২৪
  • অবশেষে লোকসভা ভোটের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে কে সি বেণুগোপাল প্রার্থীদের নাম ঘোষণা করলেন। জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হল, ওয়েনাড আসন থেকেই লড়বেন রাহুল গান্ধী। নিজের নিরাপদ আসনেই লোকভার লড়াইয়ে নামবেন কংগ্রেস নেতা। যদিও তিনি আমেঠি থেকে ফের একবার টিকিট পাচ্ছেন কি না, ২০১৯ সালের বদলা নিতে আবারও দু'টি আসনে লড়বেন কি না, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর মিলল না।

    এদিকে, কংগ্রেসের প্রথম দফার তালিকায় নাম রয়েছে ৩৯ জনের। একাধিক SC-ST আসনও রয়েছে এই তালিকায়। ছত্তিশগড়, কর্নাটক, কেরালা, ত্রিপুরা, মেঘালয়ের আসনগুলিতে মূলত প্রার্থীদের নাম ঘোষণা হল। এ বার লোকসভার লড়াইয়ে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। পাশাপাশি কেরালায় নিজের জয়ী আসন তিরুঅনন্তপুরমেই ফের লড়ছেন শশী থারুর। ওই রাজ্যে আলাপ্পুরম কেন্দ্র থেকে টিকিট দেওয়া হল কে সি বেণুুগোপালনকে।

    উল্লেখ্য, প্রথম দফার প্রার্থীতালিকায় প্রিয়াঙ্কা গান্ধীর নাম নেই। মা সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলি আসন থেকেই তিনি লড়তে চলেছেন বলে জল্পনা তুঙ্গে। তবে কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। আদৌ তিনি লোকসভায় ডেবিউ করছেন কি না, তা নিয়েও কোনও অফিসিয়াল ঘোষণা করেনি হাত শিবির।

    রাজ্যকেন্দ্রপ্রার্থীছত্তিশগড়জাঙ্গির-চম্পাশিবকুমার দাহারিয়াছত্তিশগড়কোরবাজোৎস্না মোহন্তছত্তিশগড়রাজনন্দগাঁওভূপেশ বাঘেলছত্তিশগড়দুর্গরাজেন্দ্র সাহুছত্তিশগড়রায়পুরবিকাশ উপাধ্যায়ছত্তিশগড়মহসামুন্দতমরাধ্বজ সাহুকর্নাটকবিজাপুরএইচ আর আলগুরকর্নাটকহাভেরিঅন্নদাস্বামী গাদ্দাদেভারা মাথকর্নাটকশিমোগাগীতা শিবরাজকুমারকর্নাটকহাসানশ্রেয়স প্যাটেলকর্নাটকতুমকুরএস পি মুদ্দাহানুমেগোধাকর্নাটকমান্ড্যবেঙ্কটরামেগোধাকর্নাটকবেঙ্গালোর রুরালডি কে সুরেশকেরালাকাসারগড়রাজমোহন উন্নিথানকেরালাকান্নুরকে সুধাকরণকেরালাভডকারাসাফি পরমবিলকেরালাওয়েনাডরাহুল গান্ধীকেরালাকোঝিকোড়েএম কে রাঘবনকেরালাপালাক্কড়ভি কে শ্রীকান্দনকেরালাআলাথুররম্য হরিদাসকেরালাথ্রিশুরকে মুরলিধরনকেরালাচালাকুদিবেনি বেহানানকেরালাএরনাকুলামহিবি এডেনকেরালাইদুক্কিডিন কুরিয়াকোজকেরালাআলাপ্পুজাকে সি বেণুগোপালকেরালামাভেলিক্কারাকোদিকুন্নিল সুরেশকেরালাপাথানামথিট্টাআন্ত অ্যান্টনিকেরালাআত্তিঙ্গালআদুর প্রকাশকেরালাতিরুঅনন্তপুরমড. শশী থারুরলাক্ষাদ্বীপলাক্ষাদ্বীপমহম্মদ হামদুল্লাহা সইদমেঘালয়শিলংভিনসেন্ট এইচ পালামেঘালয়তুরাসালিং এ সাংমানাগাল্যান্ডনাগাল্যান্ডএস সুপংমেরেন জামিরসিকিমসিকিমগোপাল ছেত্রীতেলঙ্গানাজাহিরাবাদসুরেশ কুমার শেটকারতেলঙ্গানানালগোন্দারঘুবীর কুন্দুরুতেলঙ্গানামাহবুবনগরচাল্লা বামসি চান্দ রেড্ডিতেলঙ্গানামাহবুবাবাদবলরাম নায়েক পরিকাত্রিপুরাত্রিপুরা পশ্চিমআশিস কুমার সাহা
  • Link to this news (এই সময়)