• India China Relations : বর্ডারে এত বাহিনী কেন, ভারতকে রক্তচক্ষু চিনের
    এই সময় | ০৯ মার্চ ২০২৪
  • নয়াদিল্লি: গত কয়েক দিন ধরেই ভারতের বিদেশমন্ত্রী চিনকে হুঁশিয়ারি দিচ্ছেন, বেজিং দ্বিপাক্ষিক চুক্তি না মানলে ইন্দো-চিন সীমান্তে শান্তি ফেরা সম্ভব নয়। এবার চিনা সীমান্তে এক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কারণে ভারতকে একহাত নিল বেজিং। সেই সঙ্গে জানিয়ে দিল, সীমান্তে শান্তি ফেরাতে চিন-ই আগ্রহী।চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিংয়ের বক্তব্য, ‘ভারত ইন্দো-চিন সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে, সেটা বর্ডার এলাকায় শান্তি ফেরাতে বা নিরাপত্তা বজায় রাখতে মোটেই সাহায্য করবে না। চিন কিন্তু ভারত সীমান্তে স্থিতাবস্থা এবং শান্তি বজায় রাখতে আগ্রহী।’

    ২০২০-এর মে মাসে গলওয়ানে ভারত-চিন সংঘর্ষ থেকে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতির সূত্রপাত। এই সংঘর্ষে একাধিক ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। তার পর থেকে ইন্দো-চিন সীমান্তে দু’পক্ষই বাহিনী বাড়িয়েছে। ২০২১ সালে সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে ৫০ হাজার সেনা মোতায়েন করেছে ভারত।

    সম্প্রতি সেই বাহিনীর সঙ্গেই আরও এক হাজার সেনা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে ৯ হাজার সেনাকে নতুন করে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই কম্বাইনড ফোর্স উত্তরাখণ্ড এবং হিমাচলের সঙ্গে থাকা চিনের সীমান্তে টহলদারির কাজ চালাবে বলে সেনাসূত্রে খবর।
  • Link to this news (এই সময়)