North Bengal Weather Updates : মোদীর সভার দিনই উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি! বড় হাওয়া বদলের সম্ভাবনা
এই সময় | ০৯ মার্চ ২০২৪
গরমে হাঁসফাঁস! দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েকদিনে। আগামী সপ্তাহে আরও বাড়বে গরম। উত্তরবঙ্গের দার্জিলিঙে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার উত্তরবঙ্গে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সভার দিনই বলা যেতে পারে উত্তরবঙ্গে দুর্যোগের কালো মেঘ। শনিবার শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই সময় কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
একনজরে উত্তরবঙ্গের আবহাওয়া
সেখানে তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী তিন দিন তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ।এদিকে শনিবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কালিম্পঙেও। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হলেও অন্যান্য জায়গা মূলত শুষ্ক থাকবে। অর্থাৎ শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকাংশে কম। কিন্তু, বেশি থাকবে তাপমাত্রার পারদ।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
রবিবার সামান্য বাড়বে কলকাতার তাপমাত্রা। আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনভর পরিষ্কার থাকবে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরমও। আগামী দু'দিন অবশ্য শহরে সেভাবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও বদল নেই। সকালে মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরমও।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াল, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৩১ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া আগামী শনিবার পর্যন্ত। এই সময় হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইতে পারে। এদিন থেকে পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। হালকা শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন নেই তাপমাত্রার।