• মস্কোয় জঙ্গি-অ্যালার্ট জারি আমেরিকার, নাগরিকদের ভিড় এড়ানোর পরামর্শ
    এই সময় | ০৯ মার্চ ২০২৪
  • এই সময়: জঙ্গিরা বড়সড় হামলার ছক কষছে মস্কোয়- এমনই আশঙ্কার কথা জানিয়ে রাশিয়ায় বসবাসরত আমেরিকানদের জন্য হাই অ্যালার্ট জারি করল আমেরিকা। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস। আগামী ৪৮ ঘণ্টার জন্য মস্কোয় সব ধরনের ভিড়ভাট্টা, কনসার্ট এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে ইউএস সিটিজ়েনদের। সম্ভব হলে রাশিয়া ছাড়ার আর্জিও জানিয়েছে মার্কিন দূতাবাস।কিন্তু কেন? কারা হামলা চালাতে পারে? আমেরিকা কি ইউক্রেনীয় বাহিনী থেকে সতর্ক থাকার কথা বলল? তা হলে 'জঙ্গি' হামলার অ্যালার্ট কেন? বিস্তারিত কিছু ব্যাখ্যা করেনি দূতাবাস। শুধু জানিয়েছে, এই সংক্রান্ত কিছু গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে এসেছে।

    আশঙ্কা অমূলক নয়। তাৎপর্যপূর্ণ ভাবে আমেরিকার সতর্কবার্তা জারির কয়েক ঘণ্টা আগেই বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি-র উত্তরসূরি ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসএস)। তাতে বলা হয়, সম্প্রতিই মস্কোর একটি সিনাগগে আইএস(খোরাসান) গোষ্ঠীর জঙ্গি হামলার ছক ভেস্তে দিয়েছে তারা। কী ভাবে? তার বিস্তারিত ব্যাখ্যায় এফএসএস জানিয়েছে, আইএসের আফগান শাখার জঙ্গিরা মূলত কালুগা রিজিয়ন থেকে অপারেট করছে। হামলার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে গোলা-বারুদ নিয়ে তারা সিনাগগে ঢুকেও পড়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যায় রাশিয়ার স্পেশাল ফোর্স। স্পেশাল ফোর্সের সঙ্গে এনকাউন্টারে আইএস(কে)-র সব জঙ্গিই ঘটনাস্থলে মারা গিয়েছে বলে দাবি মস্কোর। সিনাগগ থেকে পরে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং আইইডি-ও উদ্ধার করে রাশিয়ার স্পেশাল ফোর্স। যদিও রাশিয়ার এই বিবৃতির সঙ্গে আমেরিকার সতর্কবার্তা জারির কোনও যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

    বরং আমেরিকার অ্যালার্ট জারির মধ্যে অন্য একটা অ্যাঙ্গেলও দেখছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তাঁদের মতে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই নানাবিধ নিষেধাজ্ঞা জারির জেরে রাশিয়া-আমেরিকা সম্পর্ক যে ভাবে তলানিতে এসে ঠেকেছে, তাতে আমেরিকার পক্ষে নিজের নাগরিকদের 'রাশিয়া খালি' করার পরামর্শ অস্বাভাবিক নয়।

    ১৫-১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ইলেকশন পর্ব। ভ্লাদিমির পুতিনই যে ফের ক্ষমতায় আসছেন তা একপ্রকার নিশ্চিত। তবে আমেরিকাকে কাঠগড়ায় তুলে রাশিয়া সম্প্রতি অভিযোগ এনেছে, আসন্ন ভোটপর্বে রাশিয়ায় বড় ধরনের সাইবার অ্যাটাকের ছক কষা হচ্ছে। তাদের আশঙ্কা নানাবিধ সরকারি ডিপার্টমেন্ট ও ইলেকশন কমিশনের অফিসে সাইবার অ্যাটাক চালিয়ে রাশিয়ার ভোট বানচালের ষড়যন্ত্র করছে আমেরিকা। ওয়াশিংটন লাগাতার এই অভিযোগ খারিজ করলেও এ দিনই আবার মস্কোয় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূতকে নিজেদের অফিসে সমন পাঠায় রুশ বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, মুখোমুখি আলোচনায় তিনটি আমেরিকান সংস্থার দিকে আঙুল তুলেছে রাশিয়া। অবিলম্বে এই সংস্থাগুলির 'মস্কো-বিরোধী' কার্যকলাপ বন্ধ করতে বলেছে পুতিনের দেশ। অন্যথায় তাদের দেশ থেকে সমস্ত আমেরিকান কূটনীতিকদের তাড়ানোর হুমকিও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাচক্রে এর পরপরই জঙ্গি হামলা নিয়ে ওই সতর্কবার্তা জারি করে রাশিয়ায় নিযুক্ত মার্কিন দূতাবাস।
  • Link to this news (এই সময়)