জগন্নাথধামে ফের অঘটন! ভেঙে পড়ল মন্দিরের ভিতরের একটি স্টোন স্ল্যাব। শনিবার সকালে ভক্তদের ভিড়ে ঠাসা পুরীর জগন্নাথ মন্দিরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।জানা গিয়েছে, আচমকাই মন্দিরের ভিতরের অংশের একটি বড় স্টোন স্ল্যাব ভেঙে পড়ে। এর জেরে পাশের একটি অংশেরও ক্ষতি হয়েছে। মন্দির সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বরহ মন্দিরে। কমপ্লেক্সের ভিতর একাদশী মন্দিরের ছাদ থেকে এই স্টোন স্ল্যাব খসে পড়ে। সে সময় প্রচুর সংখ্যক ভক্ত ছিলেন জগন্নাথধামে। তবে কারও কোনও চোট আঘাত লাগেনি বলেই খবর।
ইতিমধ্যেই স্টোন স্ল্যাবের সেই ভেঙে পড়া অংশ সংগ্রহ করে মন্দির কর্তৃপক্ষের তরফে ASI-এর হাতে তুলে দেওয়া হয়েছে। বরহ এই মন্দির বিমলা মন্দিরের দক্ষিণ প্রান্তে অবস্থিত।
১২ শতাব্দীর এই মন্দিরে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের পক্ষ থেকে সবেমাত্র মেরামতির কাজ শেষ হয়েছিল। তবে মেরামতির কাজ হয়েছে দক্ষিণ গ্রহ অংশে।
কী কারণে এত বড় একটি স্টোন স্ল্যাব ভেঙে পড়ল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। নিত্য মন্দিরের বাইরের অংশে বাঁদর লাফালাফি করে। তাদের উৎপাতের জেরেই স্টোন স্ল্যাব আলগা হয়ে পড়েছিল বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেঅ ঘটনাটিতে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ASI। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানা হয়নি। উল্লেখ্য, ২০১১ সালে ঠিক এমনই একটি অঘটন ঘটেছিল পুরীর জগন্নাথ মন্দিরে। সে সময় মন্দিরের পশ্চিমদিকের গেটের উপর থেকে একটি স্টোন স্ল্যাব ঠিক এভাবেই ভেঙে পড়েছিল। যদিও কারও চোট-আঘাত লাগেনি।