• UPI Payment: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর! নেপালে এবার UPI পেমেন্টের সুবিধা
    এই সময় | ০৯ মার্চ ২০২৪
  • সামনেই কি নেপালে ঘুরতে প্ল্যান রয়েছে? তাহলে আপনার জন্য় রয়েছে সুখবর। এবার থেকে ভারতীয়রা নেপালে ইউপিআই-এর মাধ্যমে টাকার লেনদেন করতে পারবেন। অর্থাৎ ভারতীয় পর্যটকরা নেপালে গিয়ে গুগল পে, ফোন পে, পেটিএম ব্যবহার করে লেনদেন করতে পারবেন। কোনও পর্যটকের কাছে নগদ টাকা না থাকলে সমস্যার সম্মুখীন হতে হবে না। এনসিপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPCL), ন্য়াশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) আন্তর্জাতিক শাখা ও ফোন পে পেমেন্টস সার্ভিস লিমিটেড, নেপালের পেমেন্ট নেটওয়ার্কের তরফে সম্প্রতি ঘোষণা করা হয় দুই দেশের মধ্য়ে নাগরিকদের মধ্যে ইউপিআই-এর মাধ্যমে নগদের লেনদেনে আর বাধা রইল না।এবার থেকে নেপালে ঘুরতে যাওয়া ভারতীয় পর্যটকরা স্মার্টফোনে UPI অ্যাপের মাধ্যমে কিউআই (QR)কোড স্ক্যান করে টাকার লেনদেন করতে পারবেন। সেপ্টেম্বরে ভারতে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৩-এ এই সহযোগিতার ঘোষণা করা হয়েছিল।

    NIPL-এর চিফ এক্সিকিউটিভ অফিসারের কথায়, 'আমরা নেপালে UPI পেমেন্ট পদ্ধতি চালু করতে ফোন-পে-এর সঙ্গে হাত মেলাতে পেরে আনন্দিত। আমাদের এই উদ্যোগ একদিকে ডিজিটাল পেমেন্টে আরও বেশি উৎসাহিত হবে মানুষ। অপরদিকে ব্যবসায়িক দিক থেকে সুবিধাজনক হবে। নতুন এক দিক খুলে দেবে। দুই দেশের বন্ধন এতে আরও মজবুত হল।'

    বর্তমানে সিঙ্গাপুর, কানাডা, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি সহ একাধিক দেশে UPI অ্যাপ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে নগদের লেনদেনের সুবিধা মিলছে। NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL) ও @fonepay পেমেন্ট সার্ভিস লিমিটেজের ঘোষণা UPI-এর মাধ্যমে এবার ভারতের পর্যটকরা নেপালে নগদের লেনদেন করতে পারবেন। পর্যটকদের পাশাপাশি এই সমঝোতা চুক্তির পর ভারত ও নেপালের ব্যবসায়িক সম্পর্ক আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

    ডিজিটাল পেমেন্টের বিভিন্ন মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ইউপিআই। টাকা পাঠানো, কেনাকাটা করা, ফোনের রিচার্জ কিংবা বিদ্যুতের বিল দেওয়া— সর্বত্রই এখন ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা 'ইউপিআই'-এর মাধ্যমে লেনদেন বাড়ছে। নিজের ফোন থেকে গ্রাহকের ফোনের ইউপিআই কোড স্ক্যান করে টাকা পাঠানোর প্রক্রিয়া তুলনায় সহজ।

    উল্লেখ্য, এর আগে ভারত-নেপাল উভয় দেশই একটি প্রযুক্তিগত চুক্তিতে স্বাক্ষর করেছে। নেপালের তরফ থেকে গেটওয়ে পেমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং ভারতের তরফ থেকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই ডিজিটাল পেমেন্টের চুক্তি স্বাক্ষর করে। তারপর থেকে কাজ শুরু হয়।
  • Link to this news (এই সময়)