National Creators Award : 'লোকে বলবে তুমি BJP!' বিয়ারবাইসেপসকে কেন এমন বললেন মোদী?
এই সময় | ০৯ মার্চ ২০২৪
'ডিসরাপটার অফ দ্য ইয়ার'। এমন পুরস্কারই তুলে দেওয়া হল ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর রণবীর আল্লাবাদিয়াকে। যিনি নেটপাড়ায় বিয়ারবাইসেপস বলেই পরিচিত। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম দেশে আয়োজন করা হয় 'ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড'-এর। ভারত মণ্ডপে একের পর এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারদের হাতে পুরস্কার তুলে দিতে গিয়ে আড্ডায় মজলেন প্রধানমন্ত্রী।বিয়ারবাইসেপসের হাতে পুরস্কার তুলে দিতে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর থেকে ফিটনেস টিপস চান। রণবীর আল্লাবাদিয়া ওরফে বিয়ারবাইসেপস বলেন, 'যোগা এবং মেডিটেশন করুন।' জবাবে মোদী বলেন, 'এ বাবা! লোকজন তো বলবে আপনি মোদীজির সমর্থনে কথা বলছেন। আপনাকে BJP বলে দাগিয়ে দেবে!' একইসঙ্গে বিয়ারবাইসেপসে ঘুমের রুটিন নিয়ে একটি কনটেন্ট তৈরির পরামর্শ দেন। যোগনিদ্রা নিয়ে কনটেন্ট তৈরি করতে বলেন। বিয়ারবাইসেপসও মোদীর সঙ্গে পডকাস্ট তৈরির ইচ্ছেপ্রকাশ করেন।
বিহারের লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুরকেও ন্যাশনাল ক্রিয়াটার্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। 'কালচার অ্যাম্বাসেডর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড' তুলে দেওয়া হয় তাঁর হাতে। নরেন্দ্র মোদী মজার ছলে বলেন, 'আপনি কিছু শুনিয়ে দিন মানুষ আমার কথা শুনে শুনে ক্লান্ত হয়ে গিয়েছে।'
কোন কোন কনটেন্ট ক্রিয়েটার কী পুরস্কার পেলেন?কনটেন্ট ক্রিয়েটারপুরস্কার বিভাগকীর্তিকা গোবিনন্দদাসীসর্বশ্রেষ্ঠ গল্পকাররণবীর আল্লাহবাদিয়া (বিয়ারবাইসেপস)ডিসরাপটার অফ দ্য ইয়ারপংক্তি পাণ্ডেগ্রিন চ্যাম্পিয়ানজয়া কিশোরীসামাজিক পরিবর্তনমৈথিলী ঠাকুরসাংস্কৃতির রাজদূতডু হিকসআন্তর্জাতিক রচনাকারকামিয়া জানি (কার্লি টেলস)ভ্রমণগৌরব চৌধুরীপ্রযুক্তিমলহার কলাম্বেস্বচ্ছ্বতাজাহ্নবী সিংহেরিটেজ ফ্যাশনশ্রদ্ধাসর্বশ্রেষ্ট ক্রিয়েটারRJ রৌণকসর্বশ্রেষ্ট ক্রিয়েটারনমন দেশমুখশিক্ষাঅঙ্কিত বয়ানপুরিয়াস্বাস্থ্যনিশ্চয় (ট্রিগর ইনসান)গেমিংঅরিদমনশ্রেষ্ঠ মাইক্রো ক্রিয়েটারপীযূষ পুরোহিতশ্রেষ্ঠ ন্যানো ক্রিয়ারঅমন গুপ্তাসেলেব্রিটি ক্রিয়েটারView this post on InstagramA post shared by All India Radio News (@airnewsalerts)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাস ক্রিয়েটার্স অ্যাওয়ার্ডের মঞ্চে মহিলাদের পোশাকের দৈর্ঘ্য নিয়ে চলা বিতর্কে মুখ খোলেন। তিনি বলেন, 'মিনি স্কার্ট পোশাকটিকে অনেকেই পাশ্চাত্যের অনুকরণ এবং আধুনিক ফ্যাশন হিসেবে দেখেন। কিন্তু, আদতে না নয়। ভারতে হাজার হাজার বছর আগেও এই ফ্যাশন ছিল। এটি প্রাচীন ভারতীয় সংস্কৃতির পরিচয় বহন করে। কোনারকের সূর্য মন্দিরে সেই নিদর্শন রয়েছে। সেখানে দেওয়া আঁকা মহিলাদের ভাস্কর্যগুলিতে মিনি স্কার্ট পরানো রয়েছে। হাতে রয়েছে পার্স। এর থেকেই বোঝা যায় সে যুগে মিনি স্কার্টের ফ্যাশন ছিল।'