আজ শিলিগুড়িতে মোদী, একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রিত, জানুন বিকল্প রুট
এই সময় | ০৯ মার্চ ২০২৪
শনিবার আবারও রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়িতে সভা রয়েছে তাঁর। জানা গিয়েছে, এদিন দুপুর ৩ টা নাগাদ বাগডোগরায় নামবেন নরেন্দ্র মোদী। সেখান থেকে সড়কপথে কাওয়াখালিতে পৌঁছবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রিণ করা হচ্ছে যান চলাচল।দুপুর ২টো থেকেই কাওয়াখালিতে এশিয়ান হাইওয়ে ২-তে বন্ধ করা থাকবে যান চলাচল। এছাড়াও প্রধানমন্ত্রী বাগডোগরা থেকে গোসাইপুর, কদমতলা হয়ে কাওয়াখালিতে পৌঁছবেন। সেই রাস্তাতেও বন্ধ থাকবে যান চলাচল। ফের সভা শেষে এই রুটেই বাগডোগরা যাবেন তিনি। অর্থাৎ সভা শেষ না হওয়া অবধি এই রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কর্তারা।
শিলিগুড়ির ট্রাফিকের সমস্ত খবর
এদিকে নৌকাঘাটের কাছে দুপুর ১টার পর যান চলাচল নিয়ন্ত্রণ হবে বলে খবর। বিকল্প রুট হিসেবে ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস ব্যবহারের কথা বলা হয়েছে। সেই রুট চলতে পারবে ট্রাক, বাস। এদিকে প্রধানমন্ত্রী বাগডোগরা থেকে বেরোনর আধঘন্টা আগে থেকেই বাগডোগরা, শিবমন্দিরের কাছে যান চলাচল আটকে দেওয়া হবে বলে খবর। ফলে শনিবার দুপুরের পর থেকে মূল শহরে না হলেও শহরতলিতে যানজট বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
এই বিষয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্ত বলেন, 'দুপুর ৩ টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে নামবেন। এরপর সেখান থেকে সভাস্থলে পৌঁছাবেন তিনি। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন দুপুর ২টোর পর থেকে কাওয়াখালির রাস্তা দিয়ে যেন তাঁরা চলাচল না করেন।' অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীরা এদিন শিলিগুড়িতে আসছেন। তাঁরা যে সমস্ত বাসে আসছেন, সেই সমস্ত বাসগুলি তিনবাত্তির দিকে পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে কাওয়াখালিতে।
শিলিগুড়ির রাস্তাঘাট
প্রসঙ্গত, মার্চ মাস শুরু হওয়ার পরে এই নিয়ে বঙ্গে চতুর্থ সভা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর আগে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসতে সভা করেছেন প্রধানমন্ত্রী। এক কথায় বলতে গেলে, এর আগের ৩টি সভাই তাঁর ছিল দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে এবার উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন নরেন্দ্র মোদী। সেই সমস্ত সভা থেকে একদিকে যেমন তৃণমূলকে নিশানা করেছেন মোদী, অন্যদিকে তুলে ধরেছে কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান। এবার দেখার এদিন শিলিগুড়ির সভা থেকে ঠিক কী বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী।