• Ramadan 2024 Date : কবে দেখা যাবে রমজানের চাঁদ? ঘোষিত দিনক্ষণ
    এই সময় | ০৯ মার্চ ২০২৪
  • পবিত্র রমজান মাস শুরুর অপেক্ষায় মুসলিমরা। কবে থেকে রোজার উপবাস রাখা শুরু হবে তা জানতে উদগ্রীব সকলেই। কিন্তু, সবটাই নির্ভর করছে চাঁদ দেখার সময়ের উপর। অবশেষে ঘোষণা হল চাঁদ দেখার দিনক্ষণ।

    কবে দেখা যাবে রমজানের চাঁদ?সংযুক্ত আরব আমিরশাহীর চাঁদ দেখা কমিটির তরফে মুসলিমদের জানানো হয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১০ মার্চ দেখা যাবে রমজানের পবিত্র চাঁদ। এর পরদিন থেকেই শুরু হবে রমজান মাস।এই মুহূর্তে চলছে মুসলিমদের শাবান মাস। এই মাসের ২৯তম দিনেই দেখা যাবে রমজানের পবিত্র চাঁদ। আর তারপরই শুরু হবে বহু প্রতীক্ষিত রমজান মাস।

    সংযুক্ত আরব আমিরশাহীর পাশাপাশি সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকেও চাঁদ দেখার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সেখানেও আগামী ১০ মার্চ দেখা যাবে রমজানের চাঁদ।

    রমজানের সময় নিয়ে দ্বিমতএদিকে, জ্যোতির্বিদদের একাংশ জানাচ্ছেন, আগামী ১০ মার্চ মধ্য প্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা যাবে না। ফলে ১১ মার্চ চাঁদ দেখা যাওয়ার পর ১২ মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। অপরদিকে বাংলাদেশে ১৩ মার্চ থেকে রমজান শুরু হবে। তবে পুরো বিষয়টিই নির্ভর করবে চাঁদ দেখার উপর। এ বছরের রমজান মাস হবে ৩০ দিনের। দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপের পরিচালক খাদিজাহ আহমেদ বলেছেন, 'জ্যোতির্বিদ্যা ম্যাপ অনুযায়ী, ১১ মার্চ অনেক অঞ্চলে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে। যার অর্থ ১২ মার্চ রমজান শুরু হবে। অর্ধচন্দ্র দেখার মাধ্যমে মূলত ইসলামিক মাস শুরু হয়। একইভাবে নতুন চাঁদ দেখার মাধ্যমে মাস শেষ হয়। জ্যোতির্বিদ্যার হিসেব বলছে, এবার রমজান মাস ৩০ দিনের হবে।'

    প্রথম রোজা কতক্ষণের?খুশির ইদের আগে এই রমজান মাসে ধর্মপ্রাণ মুসলিমরা রোজা রাখেন। উপবাস করে আল্লাহার উদ্দেশে প্রার্থনা করেন। প্রথমদিনের রোজার সময়সূচিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। চলতি বছর প্রথম সেহরি সকাল ৫টা বেজে ৪ মিনিটে এবং প্রথম ইফতার সন্ধ্যা ৬টা বেজে ২৩ মিনিটে হবে। অর্থাৎ প্রথম রোজা ১৩ ঘণ্টা ১৯ মিনিট ধরে চলবে। রমজান মাসের শেষ রোজার সময় হবে ১৪ ঘণ্টা ১৪ মিনিট। এই মর্মে রমজানের ক্যালেন্ডার প্রকাশ করেছে দরগা আলা হজরত। দরগার বরিষ্ঠ মুফতি সলিম নুরী বরেলবি বলেন, 'রমজানের ক্যালেন্ডারে বছরভর অনুষ্ঠিত হতে চলা মুসলিমদের পরম এবং উর্সের তারিখ উল্লেখ করা হয়েছে।'
  • Link to this news (এই সময়)