Lok Sabha Election 2024: ইন্ডিয়া জোটের নাম মুখে না এনে 'ইন্ডি' সম্বোধন মোদীর! কেন? উত্তর খুঁজল এই সময় ডিজিটাল
এই সময় | ০৯ মার্চ ২০২৪
অরুণিমা চক্রবর্তী| এই সময় ডিজিটাল
লোকসভা নির্বাচন আসন্ন। তার আগেই নামে 'কাঁচি'! তাও আবার বিরোধী জোটের। বিরোধী জোট মানে 'ইন্ডিয়া'-র নামে সামান্য হলেও 'কাঁচি'! কেন? ক্রমশ প্রকাশ্য। আগে গৌরচন্দ্রিকা হোক। লোকসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই কোমর বেঁধে তৈরি হচ্ছে কেন্দ্রের শাসক দল। নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রকাশ হয়ে গিয়েছে প্রার্থীতালিকা। এবারের লড়াই ইন্ডিয়া জোট বনাম এনডিএ-এর।তবে বছরের শুরুটা মোটেও ভালো যায়নি 'ইন্ডিয়া' জোটের। একাধিক বার দিশা হারিয়ে ফেলেছে। জোটের হাত ছেড়ে 'ঘরওয়াপসি' হয়েছে একসময়ের 'ইন্ডিয়া'-র অন্যতম শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। ফিরে গিয়েছেন এনডিএ-তে। বাংলাতেও দানা বাঁধেনি জোট। বেশ কয়েকটি রাজ্যে হজম করতে হয়েছে ধাক্কা। তবে সম্প্রতি উত্তর প্রদেশ সহ দিল্লি, গুজরাট, গোয়া এবং হরিয়ানায় কংগ্রেস এবং আপ আসন রফা চূড়ান্ত করে ফেলায় বিরোধী শিবির কিছুটা অক্সিজেন পেয়েছে।
বিরোধী জোট 'ইন্ডিয়া'-র নাম নিয়ে প্রথম থেকেই বিতর্ক সঙ্গী। বিজেপি বিরোধী দলের বৃহত্তর জোটের নাম 'ইন্ডিয়া' হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতিতে 'ইন্ডিয়া বনাম ভারত' বিতর্ক শুরু হয়। বিতর্কের আবহে জি-২০ সম্মেলনেও 'ইন্ডিয়া'-র স্থান নেয় 'ভারত'। একাধিক জনসভা থেকে বিরোধী জোট ইন্ডিয়াকে আক্রমণ করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জোট গঠনের ক'দিন পরেই বিজেপির সংসদীয় দলের বৈঠকে বলেছিলেন নামে কী এসে যায়। এমন কী মোদী সেই বিরোধী জোটকে আক্রমণ শানাতে গিয়ে 'ইন্ডিয়ান মুজাহিদিন'-এর নাম উল্লেখ করেছিলেন।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কয়েকটি ভাষণ আরও তাৎপর্যপূর্ণ। একবারের জন্যও 'ইন্ডিয়া জোট' মুখে আনেননি মোদী। 'ইন্ডি' জোট বলে কটাক্ষ করে গিয়েছেন। কেন শেষের 'এ' কাঁচি? প্ল্যান করেই নাম নিয়ে এমন কটাক্ষ? খোঁজ নিয়েছে এই সময় ডিজিটাল।
বিরোধী জোটে ইন্ডিয়ার পুরো নাম হল 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্য়ালায়েন্স'। সে কথা স্মরণ করিয়ে ওয়াকিবহাল মহলের একটি অংশের সাফাই, 'ইন্ডি' জোট বলাতেই ভুল কিছু নেই। কারণ এক্ষেত্রে 'অ্যালায়েন্সের' 'এ' বাদ দিলেও চলে। তবে এনিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। একাধিক ভাষণে প্রধানমন্ত্রী বিরোধী জোটের নাম 'ইন্ডিয়া'-র বদলে 'ইন্ডি জোট' বলে বিরোধীদের আক্রমণ শানিয়েছেন। অনেকেরই তা কানে লেগেছে। এই বিষয়টি তেড়েফুঁড়ে উঠেছে বিরোধী শিবির। বিরোধীদের একটি মহলের দাবি, পাছে ভারতবাসীর আবেগ আন্দোলিত হয় তাই প্রধানমন্ত্রী 'ইন্ডিয়া' জোটের নাম নিতে ভয় পাচ্ছেন। তবে বিজেপি অবশ্য সে দাবিকে ফুৎকারে উড়িয়েছে। কী কারণে বারংবার এমনটা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কেন বা শেষের 'এ'-কে ছেঁটে ফেলেন? কী কারণে ইন্ডিয়া জোটের নাম নিতে অনীহা? এই বিষয় এই সময় ডিজিটাল কথা বলেছিল বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। ঠিক কী বলেছেন তিনি?
প্রদীপ ভট্টচার্যের কথায়, 'উনি প্রধানমন্ত্রী হলেও বুঝতে পারছেন ইন্ডিয়া জোটের বিরোধী দলগুলি যদি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তাহলে ওঁর প্রধানমন্ত্রী হওয়া হবে না। তাই ভয় পেয়ে গিয়েছেন। তাই বিকৃত কথাগুলি বলছেন। তবে ভারতবাসীর মুখ বন্ধ করতে পারবেন না।' অন্যদিকে দলের 'সর্বোচ্চ' নেতা তথা প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে কথা বলতে নারাজ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, 'প্রধানমন্ত্রীর কোনও বক্তব্যের ব্যাখ্যা আমি দেব না। প্রধানমন্ত্রী যা বলেছেন তাই শেষ কথা।' প্রধানমন্ত্রীর মুখে ইন্ডিয়ার বদলে ইন্ডি নিয়ে মতামত শোনার জন্য যোগাযোগ করা হয়েছিল বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। তিনি বলেন, 'যে নামেই ডাকুন না কেন, ইন্ডিয়া জোটের চর্চা না করে উনি কোনও জনসভা করতে পারবেন? সেই যোগ্যতা আছে? আসলে ভয় পেয়ে গিয়েছেন। এই নির্বাচনে বিজেপি হারবে। ওদের হাল ভালো না।'
'উনি প্রধানমন্ত্রী হলেও বুঝতে পারছেন ইন্ডিয়া জোটের বিরোধী দলগুলি যদি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তাহলে ওঁর প্রধানমন্ত্রী হওয়া হবে না। তাই ভয় পেয়ে গিয়েছেন। তাই বিকৃত কথাগুলি বলছেন। তবে ভারতবাসীর মুখ বন্ধ করতে পারবেন না।'প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা
রাজনীতির কারবারিরা নিজেদের বাধ্যবাধকতা থেকে বলবেন স্বাভাবিক। তবে প্রধানমন্ত্রীর মুখে ইন্ডিয়া জোটের অপভ্রংশ নিয়ে যুৎসই ব্যাখ্যা তো প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষক শিবাজিপ্রতীম বসুর মতে, 'ভারতের সমার্থক এই বিরোধী জোটের নাম। ইন্ডিয়ার সঙ্গে মোদীর লড়াই হচ্ছে এই বিষয়টা জনগণকে বোঝানো বিড়ম্বনার সামিল। প্রথম থেকেই বিরোধী জোটকে ইন্ডিয়া নামে ডাকায় আপত্তি বিজেপির। বর্তমানে ব্যাঙ্গ করেই বিরোধী জোটকে ইন্ডি নামে ডাকছেন প্রধানমন্ত্রী। বোঝাতে চাইছেন ইন্ডিয়া জোট আর সেই নামের বিরোধী জোট এক নয়। ইন্ডিয়া উচ্চারণ করলে মনে হচ্ছে ভারতের সঙ্গে যেন লড়াই। ইন্ডি কথাটার মধ্যে ব্যাঙ্গ মেশানো রয়েছে।'