• Lok Sabha Election 2024 Date : ১৯ এপ্রিল শুরু লোকসভা নির্বাচন? ২২ মে ভোটগণনা? ভাইরাল মেসেজ নিয়ে মুখ খুলল কমিশন
    এই সময় | ০৯ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচন কি এপ্রিলের মাঝামাঝি শুরু হচ্ছে? আগামী সপ্তাহেই ঘোষণা হতে চলেছে ১৮তম সাধারণ নির্বাচনের দিনক্ষণ? ভোটের নির্ঘণ্ট নিয়ে নানা জল্পনার মাঝেই এবার মুখ খুলল কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, এখনও পর্যন্ত লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়নি। ফলে বিভ্রান্তিকর খবর এড়িয়ে চলাই ভালো।নির্বাচন কমিশনের শুক্রবারের বিবৃতিতে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো মেসেজ ঘুরে বেড়াচ্ছে। যেখানে উল্লেখ করা রয়েছে লোকসভা ভোটের নির্দিষ্ট দিনক্ষণ। তবে এটি ভুয়ো। এমন কোনও দিনের কথা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি বলে সাফ জানিয়েছে ইলেকশন কমিশন।

    এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি পোস্ট করে নির্বাচন কমিশন উল্লেখ করেছে, 'লোকসভা নির্বাচন ২০২৪ নিয়ে একটি ভুয়ো মেসেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। এখনও পর্যন্ত কমিশন কোনও নির্ঘণ্ট প্রকাশ করেনি। একটি সাংবাদিক সম্মেলন করে খুব শীঘ্রই লোকসভা ভোটের দিন ঘোষণা করা হবে। ফলে যাচাই না করে কোনও বিভ্রান্তিকর মেসেজ শেয়ার বা ফরওয়ার্ড করা থেকে বিরত থাকুন।'

    হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো মেসেজটিতে দেখা যাচ্ছে, আগামী ১২ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কমিশন। সেদিন থেকে কার্যকর হবে আদর্শ নির্বাচনী আচরণবিধি। মনোয়ন জাম দেওয়া যাবে আগামী ২৮ মার্চ থেকে। এ ছাড়াও উল্লেখ করা হয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। এরপর ২২ মে ভোটগণনা এবং ফলপ্রকাশ। ২০ মে নয়া সরকার গঠন। এই ভাইরাল মেসেজটি সম্পূর্ণ ভুয়ো বলে সাফ জানিয়েছে নির্বাচন কমিশন। এমন কোনও নির্ঘণ্ট কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

    এদিকে, সমস্ত রাজনৈতিক দলগুলিকে এক্তিয়ার বজায় রেখে প্রচার করার আর্জি জানিয়েছেন নির্বাচন কমিশন। যেকোনও রকম উস্কানিমূলক এবং অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে তা লঙ্ঘিত হলে রাজনৈতিক নেতা এবং সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই জানানো হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সম্প্রতি বলেন, 'সমস্ত রাজনৈতিক দল নিয়ম এবং আদর্শ মেনে, পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে প্রচার করুক। ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুক।' জানা গিয়েছে, আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে স্টার ক্যাম্পেনারদের ক্ষেত্রেও নোটিশ পাঠাতে পারে কমিশন।
  • Link to this news (এই সময়)