• Live : একটু পরেই শিলিগুড়িতে মোদী, সভায় থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও
    এই সময় | ০৯ মার্চ ২০২৪
  • চলতি মাসে ফের একবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শিলিগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে বিজেপি নেতৃত্বের মধ্যে। উত্তরবঙ্গে বিভিন্ন জেলা থেকে সভায় পৌঁছচ্ছেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। সভা থেকে কী বার্তা দেন প্রধানমন্ত্রী, সেই দিকেই তাকিয়ে রয়েছেন দলীয় কর্মী সমর্থকেরা।>উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সভায় পৌঁছচ্ছেন বিজেপির নেতা কর্মী সমর্থকেরা

    >প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শিলিগুড়ি সংলগ্ন বেশকিছু জায়গায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল।

    মার্চ মাসে এই নিয়ে চতুর্থবার রাজ্যে প্রধানমন্ত্রী। এর আগে হুগলির আরামবাগ, নদিয়ার কৃষ্ণনগর ও উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করেছেন নরেন্দ্র মোদী। সেখান থেকে একদিনে যেমন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে দেখা গিয়েছে মোদীকে, অপরদিকে তেমনই কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পগুলিও তুলে ধরেছেন তিনি। সন্দেশখালি ইস্যুতে বিশেষভাবে সরব হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

    এদিকে, এদিনের সভায় উপস্থিত থাকার কথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন অভিজিৎ। বাগডোগরা বিমানবন্দরে নেমে আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্যকে একহাত নেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'এই রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। পুলিশ সাধারণ মানুষকে হয়রান করছে, আর সেটা উপরমহলের নির্দেশে করছে। এটাকে আইনশৃঙ্খলা বলে?' একইসঙ্গে এই রাজ্যে ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার বলেও মন্তব্য করতে শোনা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অভিজিতের আরও দাবি, নির্বাচন অবাধ হলে অসম্ভব ভালো ফল হবে বিজেপির। তবে তিনি কোন কেন্দ্র থেকে থেকে দাঁড়াবেন, সেই বিষয়ে এদিনও স্পষ্ট করে কিছু বললেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
  • Link to this news (এই সময়)