• অভিষেকের সমর্থনে দেওয়াল লিখন শুরু তৃণমূলের, খোঁচা নওশাদকেও
    এই সময় | ০৯ মার্চ ২০২৪
  • এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, তবে তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন ডায়মন্ডহারবারে। বিধায়ক ও দলীয় নেতৃত্বের উপস্থিতিতে সরিষা থেকে শুরু দেওয়াল লিখন। একইসঙ্গে অভিষেকের সমর্থনে প্রচার শুরু করে বিধায়ক পান্নালাল হালদার দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দিনের থেকে আরও বেশি ভোটে জয়লাভ করবেন এবং নওশাদ সিদ্দিকি ডায়মন্ডহারবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।পান্নালাল হালদার বলেন, 'আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার শুরু করে দিলাম। ভোটের দামামা বাজিয়ে দিলাম।' পাশাপাশি ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকাকালীন ডায়মন্ডহারবার এলাকায় যে ভাবে কাজ করেছেন, যে ভাবে গণদেবতার সেবা করেছেন, অভিষক বন্দ্যোপাধ্যায় আমাদের আপনজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারেও এখানে দাঁড়াবেন, সেটাই নেত্রীর কাছে আমাদের আবদার। তাই অন্যান্য রাজনৈতিক দল প্রচার শুরু করার আগে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে প্রচার শুরু করলাম।' এই বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বেশি ভোটে জিতবেন বলেই দাবি ডায়মন্ডহারবারের তৃণমূল নেতা কর্মীদের।

    উল্লেখ, এবারে ২০১৪ ও ২০১৯ সালে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকেই জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল কর্মীরা দাবি করেন, ডায়মন্ডহারবার লোকসভা এলাকায় একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছেন অভিষেক। যদিও সেই দাবি মানতে রাজি নন বিরোধীরা। এরই মাঝে কয়েক মাস আগে শোনা যায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন নওশাদ সিদ্দিকি। সেই জায়গা থেকে দেখতে গেলে এবারের লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে ডায়মন্ডহারবার।

    তবে এই প্রথম নয়, কয়েকদিন আগে, দেওয়াল লিখন করতে দেখা গিয়েছে তৃণমূল নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবকেও। শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে দলের সমর্থনে দেওয়াল লিখনে অংশ নেন গৌতম। একইসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, কয়েকদিনের মধ্যে লোকসভা ভোট ঘোষণা হবে। দলের তরফে আগামী কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকাও ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রচার চালান হবে বলেও জানান তিনি।

    প্রসঙ্গত, সম্প্রতি প্রথম দফার প্রার্থী তালিকায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় বাংলার ২০ জন প্রার্থীর নামও রয়েছে। আবার শুক্রবার ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রসে। তবে তৃণমূল এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা না করলেও ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রচারে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরের নেতা কর্মী সমর্থকদের।
  • Link to this news (এই সময়)