রেল লাইনে অজানা বস্তুকে কেন্দ্র করে চাঞ্চল্য! বোমাতঙ্ক কাঁকিনাড়ায়, তদন্তে RPF
এই সময় | ০৯ মার্চ ২০২৪
শিয়ালদা রানাঘাট শাখায় রেল লাইনে অজানা বস্তুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেল যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় রেল পুলিশকে। অজানা বস্তুটি বোমা বলে আতঙ্ক ছড়ায়। তবে, সেটি আদৌ বোমা কিনা, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি রেল পুলিশ।শনিবার সকালে শিয়ালদা রানাঘাট শাখার কাঁকিনাড়া রেল স্টেশনের কাছে দুই নম্বর রেল লাইনের ধার থেকে উদ্ধার অজানা বস্তু। সেটি তাজা বোমা ছিল বলে মনে করছেন অনেকেই। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রী থেকে সাধারণ মানুষ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশকে। ঘটনাস্থলে যায় জিআরপি ও আরপিএফ। রেল পুলিশ বাহিনী গিয়ে সেগুলি উদ্ধার করে। যদিও GRP ও RPF এর তরফ থেকে বোমার কথা অস্বীকার করা হচ্ছে।
শনিবার সকালে কাঁকিনাড়া রেল স্টেশনের দুই নম্বর লাইনে ওই অজানা বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের কথায়, এর আগে রেল লাইনের উপর দিয়ে একটি ট্রেনও যায়। সেক্ষেত্রে অজানা বস্তুটি বোমা হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করা হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, তৎক্ষণাৎ রেল পুলিশকে খবর দেওয়া হয়। শনিবার হলেও কাঁকিনাড়া রেল স্টেশনে যাত্রীর সংখ্যা নেহাত কম ছিল না। অফিস টাইমে ঘনঘন ট্রেন চলাচল করে এই লাইন দিয়ে। অজানা বস্তু নিয়ে আতঙ্ক ছড়ানোর পর কিছুক্ষণের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে। কিছুক্ষণের জন্য সমস্ত ট্রেন দুই নম্বর লাইনের বদলে চার নম্বর লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
রেল পুলিশ ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞদের ডেকে পাঠায়। রেল পুলিশের সঙ্গে গিয়ে তাঁরা ওই অজানা বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়। জিআরপি সাধারণ মানুষকে ওই স্থান থেকে অনেকটাই দূরে সরিয়ে রাখে। ঘিরে ফেলা হয় দুই নম্বর রেল লাইনের এলাকাটিকে। অজানা বস্তুটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর কিছুটা স্বস্তি পান সাধারণ মানুষ।তবে, রেল লাইনের উপর ওই অজানা বস্তুটি এল কী করে? কে বা কারা সেটিকে রেখে দিয়ে গেল, তাই নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখছে রেল পুলিশ। সেটি যদি বোমা হয়ে থাকে, তাহলে বিষয়টি যথেষ্ট বিপজ্জনক। সেই কারণে, পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।