প্রার্থী রচনা! ভাইরাল পোস্ট, মুখ খুলল জেলা তৃণমূল নেতৃত্ব
এই সময় | ০৯ মার্চ ২০২৪
সোশ্যাল মিডিয়ায় কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। যেখানে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে এখনও তৃণমূল কোনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেক্ষেত্রে এই পোস্টার কে বা কারা ছড়াল? তা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।সমুদ্র উপকূলবর্তী কাঁথি লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে BJP। সেখানে গেরুয়া শিবিরের ভরসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। গত লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন শিশির অধিকারী। স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে কাঁথি লোকসভা কেন্দ্রকে নিয়ে আলাদা কৌতুহল তৈরি হয়েছে। কোনও পক্ষই এই কেন্দ্রটিকে হাতছাড়া করতে নারাজ।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা কেন্দ্রের কোনও প্রার্থী তালিকা এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, এই মর্মে একটি পোস্ট ভাইরাল হয়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কৌতুহল ছড়িয়ে পড়ে। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কি তবে রচনা বন্দ্যোপাধ্যায়? এই ভাইরাল পোস্ট নিয়ে এবার মুখ খুলেছেন জেলা তৃণমূল নেতারা।
ভাইরাল পোস্ট নিয়ে ঠিক কী বলছে জেলা তৃণমূল নেতৃত্ব? এই প্রসঙ্গে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক বলেন, 'এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রার্থী তালিকা ঘোষণা করেননি।'
রাজ্যের শাসক দলের তরফে মমতা বন্দ্য়োপাধ্যায় যে তালিকা প্রকাশ করবেন বা তাঁর নির্দেশে যে তালিকা প্রকাশ করা হবে তা চূড়ান্ত বলে জানান তিনি। তিনি আরও বলেন, 'কে বা কারা এই ধরনের পোস্টার সোশ্যাল মিডিয়া ভাইরাল করল সেই প্রসঙ্গে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। রাজ্য রাজনীতিতে কাঁথি লোকসভা কেন্দ্র একটা ভাইটাল জোন।'
আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। অন্যদিকে, ইতিমধ্যেই বাংলায় ২০টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর এর মধ্যে ছিল কাঁথি কেন্দ্রটিও। সেখানে প্রার্থী করা হয়েছে সৌমেন্দু অধিকারীকে।
অন্যদিকে, ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য লড়াইয়ের ময়দানে কাঁটা কাঁটায় টক্কর দিতে তৃণমূলের প্রার্থীদের নামে থাকতে পারে বিশেষ চমক। আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় কী কী চমক থাকবে, সব নজর সেই দিকেই।