• ক্রিমিনাল কেস নেই তো? নিজের কেন্দ্রের প্রার্থীর বায়োডেটায় নজর, নয়া প্রযুক্তি কমিশনের
    এই সময় | ০৯ মার্চ ২০২৪
  • আপনার কেন্দ্রের লোকসভা প্রার্থীর নামে কোনও অপরাধের অভিযোগ রয়েছে? তাঁর সম্বন্ধে কতগুলি অভিযোগ রয়েছে? তাঁর শিক্ষাগত যোগ্যতা কী? প্রার্থীর বায়োডেটা জানার দারুণ সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন। এর জন্য আপনাকে কোনও দলীয় কার্যালয়ে যেতে হবে না, কোনও সংবাদ মাধ্যমে তাঁদের পরিচিত গ্রহণের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, বাড়িতে বসেই মিলবে সেই সুযোগ।আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে জাতীয় নির্বাচন কমিশন। একদিকে যেমন সুরক্ষার বিষয়টি রয়েছে, তেমনি নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আনতেও কমিশনের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল ‘Know Your Candidate' পদ্ধতি। যে পদ্ধতির মাধ্যমে আপনি বাড়িতে বসেই আপনার প্রার্থী ঠিকুজি জেনে নিতে পারবেন।

    কী ভাবে চিনবেন প্রার্থীকে?

    আপনাকে প্লে স্টোর অ্যাপেল স্টোর থেকে নির্বাচনের কমিশনের KYC নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে।সেই অ্যাপ গিয়ে প্রথমে প্রসেসড অপশনে ক্লিক করতে হবে।সেই অপশনে গেলেই আপনার সামনে হাজির হবে একাধিক অপশন। সেখানে থাকবে কোন নির্বাচন, কোন বছরের নির্বাচন, আপনার রাজ্য, আপনার কেন্দ্র (লোকসভা / বিধানসভা), এগুলি বাছাই করে সাবমিট করতে হবে।এরপরেই সচিত্র পরিচয়পত্র সহ আপনার কেন্দ্রের প্রার্থীদের সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাবে।প্রতিটি দলের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ এবং নমিনেশন জমা দেওয়ার পরেই আপনার অ্যাপে তাঁদের সম্বন্ধে বিস্তারিত তথ্য আপলোড করে দেওয়া হবে।Election Commission of India : ভোটে ধমক-চমক আটকাতে রুখতে কড়া হুঁশিয়ারি কমিশনের

    কী জানা যাবে এই অ্যাপ থেকে?

    এই অ্যাপের মাধ্যমে ভোটাররা প্রার্থীদের সমস্ত সুলুক-সন্ধান পাবেন।এটি আপনার কেন্দ্রের প্রার্থীর অপরাধমূলক পূর্বসূরি কোনও অভিযোগের সমস্ত তথ্য প্রদর্শন করবে।এটি প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা কোনও ফৌজদারি মামলার অবস্থা সম্পর্কে তথ্য সরবরাহ করে।এতে প্রার্থীকে অভিযুক্ত করা হয়েছে এমন অপরাধের প্রকৃতি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেবে।

    দেশের একাধিক কেন্দ্রে প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ থাকে। সেক্ষেত্রে নির্দিষ্ট রাজনৈতিক দলকে সেই বিষয়গুলি মাথায় রেখেই প্রার্থী চয়ন করতে হয়। নাগরিকদের অর্থাৎ ভোটারের সম্পূর্ণ অধিকার রয়েছে, তাঁদের প্রার্থী সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিয়ে তবে তাঁকে ভোটদান করা। সেই জন্যেই নাগরিকদের সুবিধার্থে নির্বাচন কমিশনের তরফে আলাদা করে বানানো হয়েছে এই অ্যাপ। আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে এখনও পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশিত হয়নি। প্রকাশ হলেই তাঁদের নমিনেশন জমা দেওয়ার পর সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারবেন এই অ্যাপ থেকে।
  • Link to this news (এই সময়)