সৌদির প্রাচীন মসজিদে মিলল প্রত্নতাত্বিক নিদর্শন, কী বলছেন বিশেজ্ঞরা?
এই সময় | ০৯ মার্চ ২০২৪
সৌদি আরবের এক মসজিদে মিলল প্রত্নতাত্বিক নিদর্শন। জেড্ডা শহরের ঐতিহাসিক উসমান বিন আফফান মসজিদে মিলেছে ১ হাজার ২০০ বছরের পুরনো স্থাপত্যের হদিশ। মসজিদে প্রত্নতাত্বিক নিদর্শনের হদিশ পাওয়ার খবর সৌদি আরবের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ঘটনাটি কী?
সম্প্রতি সৌদি আরবের প্রত্নতাত্বিক বিভাগ ঐতিহাসিক স্থানগুলিতে পুরনো স্থাপত্য সন্ধানের কাজ শুরু করে। ইসলামিক দেশটির বেশ কয়েকটি স্থানে এই জরিপের কাজ শুরু করেছিল তারা। জেড্ডা শহরের ঐতিহাসিক উসমান বিন আফফান মসজিদেও জরিম করেছিল প্রত্নতাত্বিক বিভাগের আধিকারিকরা। সেই সময় মসজিদ থেকে ১ হাজার ২০০ বছরের পুরনোর স্থাপত্যের হদিশ মিলেছে বলে জানা গিয়েছে।
কী কী প্রত্নতাত্বিক নিদর্শন মিলেছে?
সৌদি আরবের সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, পুরনো মসজিদ থেকে মাটির তৈরি টাইলস পাওয়া গেছে। মসজিদের মেঝে নির্মাণে এই টাইলসগুলি ব্যবহার করা হয়েছিল। এছাড়া মসজিদের মাটি খনন করে প্রাচীন অর্থাৎ প্রায় ৮০০ বছরের পুরনো একটি জলের ট্যাঙ্কের হদিশ মিলেছে। এছাড়া পাওয়া গিয়েছে শতাধিক বছরের পুরনো চিনামাটির এবং জল রাখার পাত্র।
বিশেজ্ঞরা কী বলছেন?
সৌদি আরবের ইতিহাসবিদরা জানিয়েছেন, জেড্ডা শহর আগে প্রচণ্ড জলের অভাব ছিল। তাই জল ধরে রাখার জন্য বড় বড় পাত্র বা ট্যাঙ্ক ব্যবহার করতেন সাধারণ মানুষ। প্রাপ্ত ট্যাঙ্ক, সেই সময় জলের সমস্যা মেটানোর জন্য মানুষের চিন্তাধারার দিকটি ফুটে উঠেছে বলে জানিয়েছেন তাঁরা।
আগেও প্রত্নতাত্বিক জরিপ হয়েছিল মসজিদের
সৌদি আরবের সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর আগেও বেশ কয়েকবার জেড্ডা শহরের ঐতিহাসিক উসমান বিন আফফান মসজিদে প্রত্নতাত্বিক জরিপ করা হয়েছিল। কিন্তু সেই সময় কোনও প্রত্নতাত্বিক নিদর্শন পাওয়া যায়নি। সৌদির প্রত্নতাত্বিক আধিকারিকদের মতে, মসজিদের কাঠামোটি হিজরি ১৪ শতকে তৈরি করা হয়েছিল।
ইজরায়েলে প্রাচীন মসজিদের সন্ধান
২০২২ সালে ইসরায়েলে প্রাচীন এক মসজিদের সন্ধান পেয়েছিলেন প্রত্নতাত্ত্বিকরা। দক্ষিণাঞ্চলের শহর রাহাতের কাছে নেগেভ মরুভূমিতে খননের সময় মসজিদটি আবিষ্কৃত হয়েছিল। মসজিদটির স্থাপত্য খ্রিস্টান ও মুসলিম স্থাপত্যের চিহ্ন বহন করে। মসজিদটি প্রায় ১ হাজার ২০০ বছরের প্রাচীন বলে জানিয়েছিলেন প্রত্নতাত্বিকরা।
মসজিদটির ভিতরে রয়েছে একটি বর্গাকার কক্ষ। একটি দেওয়াল মক্কা অভিমুখী। এর আগে ইজরায়েলে আরেকটি প্রাচীন মসজিদের সন্ধান পেয়েছিলেন প্রত্নতাত্বিকরা। ইজরায়েলের এই মসজিদ দু’টি প্রাচীনতম নির্দশন বলে মনে করা হচ্ছে।