• National Creators Award 2024: এখনও দেশে সাপের খেলা-কালা জাদু হয়? কোন উত্তরে প্রশ্নকর্তাকে চুপ নমোর?
    এই সময় | ০৯ মার্চ ২০২৪
  • ইদানিং কালে অনেকেই সোশ্যাল মিডিয়া নানা ধরনের কনটেন্ট আপলোড করে জনপ্রিয়তার শীর্ষে উঠছেন। কেউ তৈরি করেন ব্লগ, কেউ আবার মজার ভিডিয়ো, কেউ আবার শিক্ষামূলক ভিডিয়ো, কেউ কবিতা, কেউ গান ইত্যাদি। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় অনেকেই রয়েছেন বিখ্যাত। তাঁদের অনুরাগীদের সংখ্যাও প্রচুর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমানে অনেকে আয়ও করছেন। তবে এই প্রথমবার সোশ্য়াল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটারদের পুরস্কারে ভূষিত করল কেন্দ্রীয় সরকার।সোশ্যাল মিডিয়ায় কনটেন্টে জোর দিতে শুক্রবার বিশেষ পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রদান করলেন 'ন্যাশনাল ক্রিয়েটরস অ্যাওয়ার্ডস'। দেশের তরুণ খ্যাতনামাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মান প্রদান করলেন। ভারত মণ্ডপম-এ আয়োজিত এই পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার পেলেন জয়া কিশোরী, সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর, আরজে রৌনকরা।

    শুক্রবার ছিল আন্তর্জাতিক মহিলা দিবস। আর সেই দিন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটারদের পুরস্কার প্রদান তাৎপর্যপূর্ণ। মঞ্চে মহিলা কনটেন্ট ক্রিয়েটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। ভাষণের মাধ্যমে প্রত্যেককে সম্মান জানান। তাঁদের সৃজনশীলতা কুর্নিশ জানান নমো।

    মঞ্চে ভাষণের সময় নিজের এক টুকরো অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন তিনি। সেই সঙ্গে সকলকে বোঝান ধীরে ধীরে ভারতও কতটা প্রযুক্তিগত দিক থেকে উন্নত হয়ে উঠেছে। সেই কথার রেশ ধরেই প্রশংসা করেন কনটেন্ট ক্রিয়েটারদের। প্রধানমন্ত্রী বলেন, 'আমি যখন কোনও দেশে সফরে যাই সেখানে আমার সঙ্গে একজন করে দোভাষী থাকেন। আমার এক দোভাষী ছিলেন কম্পিটিউটার ইঞ্জিনিয়ার। তিন-চারবার আমার সঙ্গে বিভিন্ন দেশে সফর করেছেন তিনি। একবার তিনি আমায় প্রশ্ন করেছিলেন আমাদের দেশে কি এখনও সাপের খেলা, কালো জাদু হয়? আমি তখন তাঁকে বলেছিলাম, যে সময় এসব হত তখন আমাদের দেশের মানুষ অনেক শক্তিশালী ছিল। সাপের খেলা ছিল তাঁদের বাম হাতের খেল। তবে এখন অবশ্য সেই শক্তি আর নেই। সাপের জায়গায় এখন আমরা ইঁদুর নিয়েই খেলি (মাউস)। হাতের মুঠোয় থাকা সেই ইঁদুর দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে এক নিমেষে।'

    ঠাট্টার ছলেই মোদী বোঝাতে চান কম্পিউটার প্রযুক্তির সাহায্যে নিয়ে বর্তমানে এক ক্লিকেই সব সমস্যার সমাধান হচ্ছে। খুলে গিয়েছে নতুন দিগন্ত। কনটেন্ট ক্রিয়েটারদের জগতে দেশের মেয়েদের অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মোস্ট ক্রিয়েটিভ ক্রিয়েটর- ফিমেল অ্যাওয়ার্ডে ভূষিত শ্রদ্ধা জৈন। তাঁর প্রশংসা করেন মোদী। মোদী বলেন, 'আপনারা প্রত্যেকে এক একজন সেনা।' সোশ্যাল মিডিয়া নির্মাতাদের ডিজিটাল অ্যাম্বাসেডর আখ্যা দেন মোদী। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় 'Aiyyo Shraddha' নামে পরিচিত শ্রদ্ধা। বেঙ্গালুরু নিবাসী। ইন্সটাগ্রামে শ্রদ্ধার ৯ লাখ ৬৩ হাজার ফলোয়ার রয়েছে।
  • Link to this news (এই সময়)