৩৪ বছরের রেকর্ড ভাঙা ঠান্ডা, রবি থেকেই ফের ঊর্ধ্বমুখী পারদ! মার্চের শুরুতে ঘন ঘন হাওয়া বদল
এই সময় | ০৯ মার্চ ২০২৪
৩৪ বছর পর দিল্লিতে মার্চ মাসে এমন রেকর্ড ঠান্ডা। চলছে হাড়কাঁপানো ঝোড়ো হাওয়া। ধীরে ধীরে বদলাচ্ছে বৃষ্টিপাত এবং মেঘলা আবহাওয়ার মরশুমও। ১৩ মার্চ পর্যন্ত আবহাওয়ায় বিপুল পরিবর্তন আসতে চলেছে বলেই খবর।এই নিয়ে টানা পাঁচদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে রয়েছে। যা কার্যত বেনজির বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ২০০৩ সালে মার্চে টানা তিনদিন এভং ১৯৯০ সালে টানা পাঁচদিন ন্যূনতম তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছিল। ফলে ঠান্ডার নিরিখে দেখতে গেলে ৩৪ বছরের মধ্যে রেকর্ড তাপমাত্রার পতন দেখা গেল রাজধানী শহরে।
শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস ছিল। মৌসম বিভাগ জানিয়েছে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বিনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ২৪ থেকে ৯০ শতাংশ।
কবে থেকে বাড়বে গরম?আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, শনিবারের মতো রবিবারও আংশিক মেঘলা থাকবে দিল্লির আকাশ। হু হু করে বইবে শীতল হাওয়া। ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় হাওয়া বইবার সম্ভাবনা। ন্যূনতম তাপমাত্রা থাকতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াস।
১০ থেকে ১২ মার্চের মধ্যে আবহাওয়ার ফের পরিবর্তন দেখা যাবে। যদিও মেঘলা আকাশই দেখা যাবে দিল্লিতে। তবে এর মধ্যে তাপমাত্রার বদল ঘটবে। সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পৌঁছে যেতে পারে ২৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরশুমে এই প্রথম দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছোঁবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস হবে ১৩ মার্চের মধ্যে।
১৩ তারিখের পর ফের একবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ১৪ মার্চ আকাশ ফের পরিষ্কার হবে, কেটে যাবে মেঘ। সর্বোচ্চ তাপমাত্রায় আবার বদল ঘটবে। ১৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মার্চের বাকি সময়টা তাপমাত্রার পারদ ঘোরাফেরা করবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
কেন মার্চে ঠান্ডা পড়ছে দিল্লিতে?IMD-র বিজ্ঞানী ড. কুলদীপ শ্রীবাস্তব বলেন, 'পশ্চিমী ঝঞ্ঝার কারণে গত ২ এবং ৩ মার্চ কনকনে ঠান্ডা ছিল রাজধানীতে। এই সিস্টেমের জন্যই পাহাড়ে তুষারপাত হয়েছে। পাহাড় থেকে ঠান্ডা হাওয়া সমতলেও বইছে। ফলে দিল্লি সহ সংলগ্ন এলাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। দিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলেও রাতে হাড়কাপাঁনো ঠান্ডা অনুভূত হচ্ছে।'
ফের বৃষ্টির সম্ভাবনা?স্কাইমেট ওয়েদার সংস্থার মতে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মুহূর্তে পাহাড়ে তুষারপাত চলছে। তবে এর প্রভাব রবিবার সকালেই শেষ হবে। কারণ ঝঞ্ঝা ক্রমশ দুর্বল হচ্ছে। তবে এরপর আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে। মার্চের আগে পাহাড়ি অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এবার ১০ মার্চ, রবিবার অপর ঝঞ্ঝার জেরে সমতল এলাকাতেও মেঘলা হতে শুরু করবে। ১১ থেকে ১৩ মার্চের মধ্যে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশের একাধিক অঞ্চলে বৃষ্টিপাত হবে। ১৪ মার্চ পর্যন্ত চলবে ঝোড়ো হাওয়া।