• Lok Sabha Election Date : বৃহস্পতি বা শুক্রে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা? জানুন লেটেস্ট আপডেট
    এই সময় | ০৯ মার্চ ২০২৪
  • সোমবার জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের ফুল বেঞ্চ। বুধবার পর্যন্ত ভূস্বর্গেই নানা এলাকা পর্যবেক্ষণ করবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও তাঁর টিম। লোকসভা নির্বাচনের পাশাপাশিই জম্মু ও কাশ্মীরে রয়েছে বিধানসভা নির্বাচন।লোকসভা ভোটের ঘোষণা কবে?সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের সফর শেষ করার পরই ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। সাংবাদিক সম্মেলনে করে এই নির্ঘণ্ট ঘোষণা হতে পারে আগামী বৃহস্পতি অথবা শুক্রবার।

    সুপ্রিম কোর্টে জম্মু ও কাশ্মীরের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে। ফলে সেই অনুযায়ী লোকসভা ভোটের সঙ্গেই ভূস্বর্গের নির্বাচন সংঘটিত করার কথা জানিয়েছে কমিশন। সূত্র মারফত জানা যাচ্ছে, লোকসভার পাশাপাশি সেখানে বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রশাসিত এই অঞ্চলটিতে আদৌ কতটা পরিকাঠামো রয়েছে, তাই খতিয়ে দেখতে যাচ্ছে কমিশনের ফুল বেঞ্চ। বুধবার পর্যন্ত কাশ্মীরেই থাকবে কমিশনের টিম। এরপরই দিল্লি ফিরে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে তারা। এমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল। এবং তা হতে পারে আগামী ১৪ অথবা ১৫ মার্চ।

    নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে কার্যকর হবে আদর্শ নির্বাচনী আচরণবিধি। প্রচারেও ঝড় তুলতে শুরু করবে শাসক, বিরোধী উভয় শিবির।

    ১৯ এপ্রিল লোকসভা ভোট?ভোটের নির্ঘণ্ট নিয়ে হাজারও জল্পনা চলছে। এর মাঝেই এবার মুখ খুলেছে কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, এখনও পর্যন্ত লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়নি। ফলে বিভ্রান্তিকর খবর এড়িয়ে চলাই ভালো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো মেসেজটিতে দেখা যাচ্ছে, আগামী ১২ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কমিশন। সেদিন থেকে কার্যকর হবে আদর্শ নির্বাচনী আচরণবিধি। মনোয়ন জাম দেওয়া যাবে আগামী ২৮ মার্চ থেকে। এ ছাড়াও উল্লেখ করা হয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। এরপর ২২ মে ভোটগণনা এবং ফলপ্রকাশ। ২০ মে নয়া সরকার গঠন। এ প্রসঙ্গে কমিশন উল্লেখ করেছে, 'লোকসভা নির্বাচন ২০২৪ নিয়ে একটি ভুয়ো মেসেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন।' কোনওভাবেই যাতে বিভ্রান্তিকর তথ্য শেয়ার কিংবা ফরওয়ার্ড না করা হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে কমিশনের তরফে।
  • Link to this news (এই সময়)