Lok Sabha Election Voter List : ভোটার কার্ড থাকলেই লোকসভায় ভোটদান সম্ভব নয়! কেন জানেন?
এই সময় | ০৯ মার্চ ২০২৪
আপনার কাছে ভোটার আইডি কার্ড থাকা মানেই আপনি লোকসভা নির্বাচনে ভোটদান করতে পারবেন, এমনটা কিন্তু নয়। ভোটদান করার জন্য আপনার নাম লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক। গত ২২ জানুয়ারি নির্বাচন কমিশন এই ভোটার তালিকা প্রকাশ করেছে। https://electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে ক্লিক করে ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে দেখা যাবে। এ ছাড়া BLRO অফিসে গিয়েও ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা জানা যাবে।ভোটার তালিকায় নাম তোলার শেষদিন কবে?নবভারত টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে লখনউয়ের জেলা নির্বাচনী আধিকারিক সূর্যকুমার গঙ্গবার বলেন, 'ভোটার তালিকায় নাম না থাকলে আগামী ২৫ মার্চের মধ্যে ফর্ম ৬ ফিল আপ করে জমা করতে হবে। তাহলেই লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিজের নাম তুলবে পারবেন।'
১ এপ্রিল ১৮ বছর পূর্ণ হলে ভোট দেওয়া যাবে?ভোটার তালিকায় সংশোধন করা হয়েছে। যদি ১ এপ্রিল কারও ১৮ বছর পূর্ণ হয় সে ক্ষেত্রে এখনও সময় রয়েছে ফর্ম ফিল আপ করার। সূর্যপাল গঙ্গবার বলেন, 'আবেদনকারী ১ এপ্রিল ১৮ বছর পূর্ণ করলে তাঁর আবেদন স্বীকার করা হবে। তাঁর নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে।'
ভোটার তালিকায় নাম তোলার জন্য কী ভাবে সাহায্য?ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যে কোনওরকম সাহায্যের জন্য সাধারণ মানুষ নির্বাচন কমিশনের হেল্পলাইন এবং টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন।
ভোটদানে কি আধার কার্ড বাধ্যতামূলক?লোকসভা নির্বাচনের আগে বাংলার একাধিক জেলায় আধার কার্ড বাতিল হওয়ার অভিযোগ ওঠে। ফলে অনেকেরই সংশয় ছিল, আধার কার্ড না থাকলে কি আদৌ লোকসভায় ভোটদান করা যাবে? সমস্ত উদ্বেগের অবসান ঘটিয়ে স্পষ্ট জবাব দিয়েছে নির্বাচন কমিশন। ভোটদানের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। আধার ছাড়াও ভোট দিতে পারবেন আমজনতা। স্পষ্ট জানিয়েছে কমিশন।আধার অনেক জায়গায় রিঅ্যাক্টিভেট হয়নি বলে পশ্চিমবঙ্গে অভিযোগ উঠেছে। সে ক্ষেত্রে কমিশনের বক্তব্য, আধার কার্ডের সঙ্গে ভোট দেওয়ার কোনও সম্পর্ক নেই। ভোটার কার্ড বা বাকি যে কোনও পরিচয় পত্র নিয়ে নাগরিকরা ভোট দিতে পারবেন।