• 'হ্যাপি জার্নি' প্রার্থনায় প্লেনের ইঞ্জিনে কয়েন!
    এই সময় | ১০ মার্চ ২০২৪
  • এই সময়: টেক অফের আগে যথারীতি 'হ্যাপি জার্নি' উইশ করেছিল বিমান সংস্থা। কিন্তু তাতে যেন ভরসা পাননি চিনা তরুণ। অতএব সেই চেনা পথ! আর তাতেই বিপত্তি। বিমান ছাড়তেই ৪ ঘণ্টা লেট। তার চেয়েও বড় কথা ওই তরুণকে হেফাজতে নিয়ে তাঁর কড়া শাস্তির বন্দোবস্ত করছে চিনা পুলিশ।কিন্তু অপরাধটা কী! শুভ যাত্রার প্রার্থনা দোষের নাকি? একেবারেই নয়। বরং যত বিপত্তি চিনা কুসংস্কারে। নিজের এবং সহযাত্রীদের মঙ্গলকামনায় বিমানের ইঞ্জিন লক্ষ্য করে চুপচাপ গোটা পাঁচেক কয়েন ছুড়েছিলেন ওই তরুণ। যাঁর আপাতত ঠাঁই শ্রীঘরে।

    ঘটনাটি গত বুধবারের। চিনের অন্যতম প্রধান উড়ান সংস্থা সাদার্ন এয়ারলাইন্সের ঘটনা। সন্যা থেকে বেজিং যাচ্ছিল বিমানটি। টেক অফের নির্ধারিত টাইম ছিল সকাল সাড়ে ১০টা। একেবারে শেষমুহূর্তে এক বিমানসেবিকা দেখেন, বিমানের ইঞ্জিনে কী যেন ছুঁড়লেন এক যাত্রী!

    দুর্ঘটনার আশঙ্কয় সঙ্গে সঙ্গে বিমানের যাত্রা স্থগিত করা হয়। একাধিক সংবাদ সংস্থা সূত্রের খবর, সংশ্লিষ্ট যাত্রীকে জেরা করার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানতে পারেন, সৌভাগ্য এবং শুভ যাত্রা কামনায় ওই তরুণ বিমানের ইঞ্জিনে বেশ কয়েকটি কয়েন ছুড়েছেন! ঠিক তাই। মোট ৫টা কয়েন বেরোয় ইঞ্জিন থেকে।

    ভাগ্যিস বিমানসেবিকার নজরে এসেছিল! অন্যথায় মাঝ আকাশেই ইঞ্জিনে গোলযোগ বা তার চেয়েও বড় বিপর্যয় হতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিনে এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। ২০১৯-এ এই চায়না সাদার্ন এয়ারলাইন্সকেই অদ্ভুত বিজ্ঞপ্তি জারি করতে হয়েছিল প্যাসেঞ্জারদের উদ্দেশে— 'দয়া করে আপনারা কেউ প্লেনের গায়ে বা ইঞ্জিনে কয়েন ছুড়বেন না।'

    হ্যাঁ, ছোড়া হচ্ছিল বলেই বারণ করতে হলো। মাঝ আকাশে বিপদ কাটাতে নাকি এমনটাই রেওয়াজ সে দেশে। ২০১৭-য় এ নিয়ে কম ভোগান্তি হয়নি এয়ারলাইন্সের। সাংহাই থেকে গুয়াংঝাও যাওয়ার কথা ছিল প্লেনের। কিন্তু কিছুতেই চালু হচ্ছে না দেখে ইঞ্জিনে উঁকি মারেন ইঞ্জিনিয়াররা। গুনে গুনে মোট ন'টা কয়েন বেরিয়েছিল সেবার ইঞ্জিনের পেট থেকে।

    সব কয়েন বার করে ইঞ্জিন চালু করতেই লেগে যায় ৫ ঘণ্টা! কালপ্রিট ধরা পড়েছিল। হাজার বলেও যে সেই কুসংস্কার দূর করা যায়নি, ২০২১-এ প্রমাণ হয়ে গিয়েছিল। সেবার লাল কাপড়ে মুড়ে ইঞ্জিন লক্ষ্য করে গুচ্ছ কয়েন ছুড়েছিলেন যাত্রীটি। সে বার বিমানটি বাতিল করতে হয়েছিল।
  • Link to this news (এই সময়)