• কেরালার স্কুলে এআই টিচার
    এই সময় | ১০ মার্চ ২০২৪
  • নিউজ অ্যাঙ্করের পর এবার টিচার। দেশের প্রথম এআই শিক্ষক নিয়োগ করল কেরালার এক স্কুল। তিরুঅনন্তপুরমের এক হাইস্কুলে হিউম্যানয়েড রোবট ইরিসকে পড়ুয়াদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে এক প্রোজেক্টের অঙ্গ হিসেবে।চাকাচালিত এই এআই রোবট একাধিক ভাষায় কথা বলতে সক্ষম। নতুন ধরনের চিটারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে ভাইরাল।

    দেখা গিয়েছে, ক্লাসরুমে পৌঁছে এক খুদে পড়ুয়ার রোবটি যাঁরা তৈরি করেছেন তাঁদের প্রত্যাশা, এই পদক্ষেপ নতুন এক দিগন্ত খুলে দেবে। নেটিজেনদের একটা বড় অংশ ইরিসের ক্লাস নেওয়া দেখতে মুখিয়ে রয়েছে।
  • Link to this news (এই সময়)