• Weather Forecast : 'দুর্যোগহীন' তৃণমূলের ব্রিগেড, পারদ অবশ্য খানিক চড়তে পারে
    এই সময় | ১০ মার্চ ২০২৪
  • আজ ব্রিগেডে 'জনগর্জন' সভার ডাক দিয়েছে তৃণমূল। এদিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে? গরমে নাজেহাল হতে হবে, নাকি হবে বৃষ্টিপাত? ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?জানা যাচ্ছে, আপাতত পরিষ্কার থাকবে আকাশ। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। উত্তর-পশ্চিমের হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। সকাল-সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকলেও বেলার দিকে বাড়বে গরম। পুবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদল হতে পারে। আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যজুড়ে।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    সকালে মনোরম পরিবেশ থাকবে। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ। তবে অস্বস্তি থাকবে না। দিনভর পরিষ্কার থাকবে আকাশ। আগামী দু'দিন তাপমাত্রার সেভাবে বদলের কোনও সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বৃহস্পতিবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    বৃহস্পতিবার ফের একবার রাজ্যে দুর্যোগের সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দিনভর মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমের জেলাগুলিতে। অন্যান্য জেলাতেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

    হালকা শীতল হাওয়ার দরুণ তাপমাত্রা সামান্য কমবে। তবে খুব একটা উল্লেখযোগ্য বদলের কোনও সম্ভাবনা নেই। রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। ভ্য়াপসা গরমের কোনও সম্ভাবনা নেই।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    রবিবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা কালিম্পঙের পার্বত্য এলাকায়। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় আকাশ থাকবে শুষ্ক।

    তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী তিন দিন তাপমাত্রা খুব সামান্য কমতে পারে। শনিবারের পর সামান্য বাড়বে তাপমাত্রার পারদ। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। রবিবার ও মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করবে উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকায়।
  • Link to this news (এই সময়)