TMC Brigade Live : কলকাতার রাস্তায় জনজোয়ার, সব ভিড় ব্রিগেডমুখী
এই সময় | ১০ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের আগে আজ ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তৃণমূলের ‘জনগর্জন সভা' থেকে একাধিক উল্লেখযোগ্য বার্তা দিতে পারেন তাঁরা, মনে করা হচ্ছে এমনটাই।লোকসভায় তৃণমূলের টিকিট পেতে পারেন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী: সূত্রদুপুরে খাওয়া দাওয়া করেই অনেকে যাবেন ব্রিগেড ময়দানে। বিভিন্ন জায়গায় ভাত, ডাল ,ডিম খেয়ে মূল মঞ্চের দিকে রওনা দিচ্ছেন কর্মী-সমর্থকরা।সকাল থেকেই জেলা থেকে বহু মানুষ কলকাতার দিকে রওনা দিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসছেন মানুষ। স্টেশন, রাস্তাঘাট, লঞ্চঘাটে নজরকাড়া ভিড়। সকাল থেকে একাধিক রাস্তায় করা হচ্ছে যানচলাচল নিয়ন্ত্রণ। রবিবার বলে অফিসের ঝক্কি নেই। পার্কিংয়ের ক্ষেত্রেও কিছু জায়গায় রয়েছে নিষেধাজ্ঞা।
এই বার ব্রিগেডে মঞ্চ সজ্জায় বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। দুটি অপেক্ষাকৃত ছোট এবং একটি বড়। তৈরি করা হয়েছে র্যাম্পও। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন, সেই দিকে সব নজর।