• ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ, রইল ট্রাফিক আপডেট
    এই সময় | ১০ মার্চ ২০২৪
  • আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। এখন চলছে সভার শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবারই সভাস্থল পরিদর্শন করে দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্রিগেডের উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছেন শাসকদলের নেতা কর্মী সমর্থকেরা। ছোট বড় মিছিলে ভাগ হয়ে ব্রিগেডে পৌঁছচ্ছে মিছিলগুলি। শহরের বিভিন্ন স্থানেপর পাশাপাশি হাওড়া শিয়ালদার মতো স্টেশন থেকে ব্রিগেগমুখী সেই সমস্ত মিছিল। এছাড়া হাওড়া ফেরিঘাট থেকেও কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন।কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণএদিকে ব্রিগেড সভা ও সেই সম্পর্কিত বিভিন্ন মিছিলের জন্য শহরের যান চলাচল যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সেই জন্য তৎপর পুলিশ প্রশাসন। এই জন্য আজ শহরের বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

    কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আমহার্স্ট স্ট্রট, বিধান সরণী (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট, স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ড স্ট্রিট), ব্রোবোর্ন রোড, বি বি গাঙ্গলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড এবং রবীন্দ্র সরণীতে (বি কে পাল অ্য়াভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। ভোর ৪টে থেকেই এই যান নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে, চলবে রাত ৯টা পর্যন্ত।

    পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞাঅন্যদিকে ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশের এলাকাভুক্ত সমস্ত জায়গায় সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচলও নিয়ন্ত্রিত থাকছে। তবে সেই তালিকা থেকে এলপিজি, ফল, সবজ এবং দুধের গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়ালের পার্শ্ববর্তী এলাকা, হেস্টিং রোড এবং ক্যাথিড্রাল রোডের মাঝে এজেসি বোস রোড, হসপিটাল রোড সহ বেশ কিছু রাস্তায় গাড়ি পার্ক করার ওপরেও সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই প্রসঙ্গে লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, শহরের যান চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিকই আছে। ব্রিগেডের সমাবেশ ছাড়া সারাদিনে তেমন কোনও মিটিং মিছিল নেই। যার জন্য হাওড়া শিয়ালদার মতো জন্য স্টেশন থেকে কিছু মিছিল আসবে। তবে যেন কোন পরিস্থিতিতে শহরের যান চলাচল যাতে স্বাভাবিক থাকতে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ।
  • Link to this news (এই সময়)