• Lok Sabha Election 2024 : লোকসভায় প্রচারে ঝড়, ২০০ সভা করবেন মোদী
    এই সময় | ১০ মার্চ ২০২৪
  • এই সময়, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচার অভিযানে গতি বাড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে যতগুলি প্রচার সভা করেছেন প্রধানমন্ত্রী, সেগুলি বাদ দিয়ে আগামী দিনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে তিনি একাই ২০০-র বেশি রাজনৈতিক সভা করতে পারেন বলেই নয়াদিল্লিতে দলীয় সূত্রে দাবি৷পরপর তিন বার কেন্দ্রে সরকার গড়ার লক্ষ্যে আয়োজিত প্রচার অভিযানে মোদী সব থেকে বেশি জোর দেবেন রোড-শো ও পদযাত্রার উপর, এমনই দাবি করছেন বিজেপির প্রথম সারির নেতারা। তাত্‍পর্যপূর্ণ হলো, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রীর সঙ্গে রোড শোতে দেখা যেতে পারে বলিউডের একাধিক তারকাকে৷ সঙ্গে থাকতে পারেন বেশ কয়েকজন খ্যাতনামা ভারতীয় ক্রিকেটার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরাও৷ লোকসভা ভোটে বেশ কয়েকজন সেলিব্রিটিকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির৷ তাঁদের হয়ে প্রচারে নামতে পারেন মোদী ও অমিত শাহ। দলের সব প্রার্থীর নাম ঘোষণার পরে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর রোড শোয়ের নির্ঘণ্ট তৈরি করা হবে বলেই বিজেপি নেতাদের একাংশের দাবি৷

    ঘটনা হলো, তাঁর নেতৃত্বাধীন সরকারের হ্যাটট্রিকের লক্ষ্যে পুরো অঙ্ক কষেই এগোচ্ছেন প্রধানমন্ত্রী৷ তাই লোকসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী জোর দিচ্ছেন বিরোধীশাসিত রাজ্যগুলির উপরে৷ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কর্নাটক, তামিলনাড়ু, পাঞ্জাব ও হিমাচলপ্রদেশে প্রধানমন্ত্রী প্রচার ঝড় তুলবেন সেই সব আসনে-যেখানে বিজেপির পায়ের তলার মাটি অপেক্ষাকৃত দুর্বল৷ একই সঙ্গে তাঁর চোখ থাকছে উত্তরপ্রদেশের দিকে৷ উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকারে থাকায় যদি তাঁরা ভালো ফল করতে না পারেন, তা হলে বিজেপির ৩৭০টি আসনের লক্ষ্যমাত্রা পার করার সমস্যাজনক হতে পারেই বলেই মনে করছেন দলের শীর্ষনেতৃত্ব৷ এই প্রসঙ্গেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বিরোধীশাসিত রাজ্যগুলিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারসভা৷ পরিস্থিতির বিচার করে রাজনৈতিক দিক থেকে ব্যাকফুটে থাকা আসনগুলিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে প্রচারে আনা হতে পারে, বলিউডের তারকা এবং ক্রিকেটারদের।

    বিজেপির পরিকল্পনা, যে রাজ্যে প্রধানমন্ত্রীর জনসভার হবে, তারপরেই সেখানে জনসংযোগ অভিযান চালাবেন অমিত শাহ, জেপি নাড্ডা-সহ বিজেপির হেভিওয়েট নেতারা৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে দল-এমনটাই মনে করা হচ্ছে৷ সে ক্ষেত্রে বিজেপির পাখির চোখ হবে উত্তরবঙ্গ, যেখানে সব থেকে বেশি সভা করতে পারেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (এই সময়)