Arun Goel : অবসরের ৪৫ দিন আগে আচমকা ইস্তফা নির্বাচন কমিশনারের, লোকসভায় প্রার্থী অরুণ গোয়েল?
এই সময় | ১০ মার্চ ২০২৪
দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা ভোট। প্রস্তুতি তুঙ্গে। আগামী সপ্তাহেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা। এর মাঝে আচমকাই নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ গোয়েল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শনিবার তিনি ইস্তফাপত্র পাঠান। তা ইতিমধ্যেই গৃহীত হয়েছে বলে খবর। কিন্তু, ভোটের ঠিক মুখে কেন এমন সিদ্ধান্ত নিলেন অরুণ গোয়েল। শুরু হয়েছে নানা জল্পনা।কেন পদত্যাগ?জানা গিয়েছে, তিনি নিজে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে ইস্তফা পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে। তবে ২০২৭ সাল পর্যন্ত চাকরির মেয়াদ ছিল অরুণ গোয়েলের। প্রসঙ্গত, এর আগে তাঁর আগের চাকরি থেকে স্বেচ্ছাবসর নেওয়া নিয়েও বিতর্ক হয়েছিল। এমনকী, বিতর্ক তৈরি হয়েছিল তাঁর নির্বাচন কমিশনার পদে তাঁর নিয়োগ নিয়েও। বিরোধীদের দাবি, ভোটের আগে পছন্দের কমিশনার নিয়োগের লক্ষ্যেই এটা আদতে BJP-র চাল। অরুণের হঠাৎ পদত্যাগ নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল এক্স হ্যান্ডলে লেখেন, 'নির্বাচন কমিশনারের পদটি এখন শূন্য। তার মানে এখন নির্বাচন কমিশন বলতে একজন মুখ্য নির্বাচন কমিশনার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এ বার নরেন্দ্র মোদী দু'জন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন।' নির্বাচন কমিশনারের কাছে স্বচ্ছতা দাবি করে পরোক্ষে কেন্দ্রকে একহাত নেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপালও।
ফুল বেঞ্চ ফাঁকাঅরুণ গোয়েলের ইস্তফায় কার্যত সংকট তৈরি হল নির্বাচন কমিশনেও। ফুল বেঞ্চে দুই নির্বাচন কমিশনারের পদই আপাতত ফাঁকা। কারণ নির্বাচন কমিশনার অনুপ পাণ্ডে গত ফেব্রুয়ারিতে অবসর নিয়েছেন। এখন ফুল বেঞ্চে রইলেন কেবলমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এই অবস্থায় ফুল বেঞ্চের কাশ্মীর সফরের আগে আরও দুই কমিশনার নিয়োগ করতে হবে। সোমবারই জম্মু-কাশ্মীর সফরে যাওয়ার কথা কমিশনের ফুল বেঞ্চের। উল্লেখ্য, গত ৩ মার্চ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গেই বঙ্গ সফরে এসেছিলেন অরুণ গোয়েলও। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত ছিলেন।
কে এই অরুণ গোয়েল?অরুণ গোয়েল ১৯৮৫ সালের পঞ্জাব ক্যাডারের IAS অফিসার। ২০২২ সালের ১৮ নভেম্বরের আগের চাকরি থেকে স্বেচ্ছাবসর নেন তিন। তার পরের দিনই তাঁকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়। তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল। তাঁর নিয়োগ এক দ্রুত হচ্ছে কেন তা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। যদিও দেশের শীর্ষ আদালতে খারিজ হয়ে যায় তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ করা মামলাটি। বিচারপতি (বর্তমানে অবসরপ্রাপ্ত) কে এম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ অরুণ গোয়েলের নিয়োগ নিয়ে একাধিক টিপ্পনি করলেও শেষ পর্যন্ত তাঁর নির্বাচন কমিশনার পদে বসা নিয়ে আপত্তি জানায়নি।
BJP প্রার্থী?প্রশ্ন উঠছে, অরুণ গোয়েলও কি কবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো পেশাদারি জীবন ছেড়ে এবার BJP-র টিকিটে লোকসভায় প্রার্থী হতে চলেছেন? যদিও এ বিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।