বিজেপিকে 'ওয়াশিং মেশিন' বলে এর আগে বিভিন্ন সময় কটাক্ষ করতে দেখা গিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার সেই ওয়াশিং মেশিন সঙ্গে নিয়েই 'জনগর্জন সভা'র উদ্দেশে রওনা দিতে দেখা গেল তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের। দলের ব্রিগেড সমাবেশে যোগ দিতে ওয়াশিং মেশিন সঙ্গে নিয়ে সল্টলেক থেকে রওনা দিলেন তাঁরা। বিধাননগর পুরনিগম ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের নেতৃত্বেই মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল তারা।বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা, একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা সহ বিভিন্ন অভিযোগে রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। যার প্রধান বক্তা দলনত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই অংশ নিতে বিধাননগরের ৩৮ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের নেতৃত্বে রবিবার সকালবেলায় ব্রিগেডের উদ্দেশে রওনা দেন দলের কর্মী সমর্থকরা। তাদের সঙ্গেই দেখা গেল ওয়াশিং মেশিন। ৩৮ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তর দাবি, তৃণমূল নেতৃত্ব বারবারই বলেছে বিজেপিতে গেলেই সব দোষ ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আর তাই প্রতীকী হিসেবেই ওয়াশিং মেশিন সঙ্গে নিয়েই ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এর পাশাপাশি সেখানকার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়েও রওনা দিয়েছেন ব্রিগেডের পথে।
শুধু সল্টলেক বা উত্তর ২৪ পরগনাই নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকেই তৃণমূলের কর্মী সমর্থকেরা পৌচ্ছেন দলের জনগর্জন সভায়। কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক ব্রিগেডমুখী। ব্যান্ডেল - হাওড়া, বর্ধমান - হাওড়া, কাটোয়া - হাওড়া, নৈহাটি - শিয়ালদা সহ বিভিন্ন লোকাল ট্রেনে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের ভির। দলের পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে বিভিন্ন জেলা থেকে হাওড়ায় বা শিয়ালদা হয়ে ব্রিগেডর পথে ঘাসফুল শিবিরের কর্মীর। যেন সমস্ত জেলার সব পথ আজ ব্রিগেড গিয়ে মিশছে।
তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে চুঁচুড়া হুগলি ও ব্যান্ডেল স্টেশন থেকে তৃণমূল কর্মীরাও রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশে। সভায় যোগ দিতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া স্টেশন থেকে ব্যান্ডেল হাওড়া লোকালে চাপেন। চুঁচুড়ার পোলবা সুগন্ধা অঞ্চলের কর্মীদের সঙ্গে স্টেশনে জমায়েত করে সকাল ৮টা ৫ মিনিটের ব্যান্ডেল লোকাল ট্রেনে ধরেন তাঁরা। এই সভা থেকেই ভোটের দামামা বাজাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দলনেত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা।