• Bidhannagar Municipal Corporation: সল্টলেকের সংযোজিত এলাকায় নয়া জলপ্রকল্প
    এই সময় | ১০ মার্চ ২০২৪
  • এই সময়: সল্টলেকের সংযোজিত এলাকার বাসিন্দাদের স্বার্থে নয়া জলপ্রকল্প হাতে নিল বিধাননগর পুরনিগম। মূল সল্টলেকের বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জল পেলেও মহিষবাথান, নয়াপট্টি, সুকান্তনগর-সহ পূর্ব কলকাতা জলাভূমি লাগোয়া ভেড়ি এলাকার বাসিন্দাদের ভরসা ভূগর্ভস্থ পানীয় জলই। বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ (জল) তুলসী সিনহা রায় বৃহস্পতিবার বলেন, ‘সংযোজিত এলাকার বাসিন্দাদের বহুদিনের দাবি ছিল বিশুদ্ধ পানীয় জলের। সেই দাবিকে গুরুত্ব দিয়ে কাজ শুরু হয়েছে। ১৮ মাসের মধ্যে তাঁরা বিশুদ্ধ পানীয় জল পাবেন।’‘আম্রুত-২.০’ প্রকল্পে সংযোজিত এলাকায় জল সরবরাহের জন্য প্লান্ট তৈরি হবে। সেখান থেকে পাঁচটি জলাধারে পৌঁছবে জল। সেই জলাধারগুলি থেকে সংযোজিত এলাকায় জল যাবে। এলাকার ২২.০৮ বর্গ কিলোমিটার জুড়ে বসানো হবে পাইপলাইন।

    এলাকাগুলির বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জলের দাবিতে একাধিকবার চিঠি দিয়েছেন পুরনিগমে। বিক্ষোভও হয়েছে এলাকায়। এলাকাবাসী সুবীর দত্ত বলেন, ‘২০১৫ সালে আমরা পুরসভা থেকে পুরনিগমের বাসিন্দা হয়েছি। কিন্তু, এখনও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত।’ অনেকেই কিনে জল খেতে বাধ্য হন বলে বাসিন্দাদের বক্তব্য। পুরনিগম সূত্রে খবর, আর্থিক কারণেই এতদিন প্রকল্প বাস্তবায়িত করা যায়নি।
  • Link to this news (এই সময়)