ব্রিগেড জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মোদী কি গ্যারান্টি বলে আওয়াজ তুলেছে বিজেপি। সেটাকেই চরম কটাক্ষ অভিষেকের। মোদী গ্যারান্টি দিলেও বছরে ২ কোটি চাকরি, জন সাধারণের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা ঢোকানো হয়নি। সেই বিষয় নিয়ে চরম কটাক্ষ অভিষেকের।অভিষেকের এদিনের সভা থেকে গর্জন, ‘আপনারা মোদীর গ্যারান্টি চান, নাকি দিদির গ্যারান্টি চান?’ তাঁর কথায়, একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বিজেপি সরকার অর্থ বরাদ্দ বন্ধ করলেও রাজ্যের শ্রমিকদের অর্থ প্রদান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই, বাংলার মানুষ আগামী দিনে রাজ্যে ‘দিদির গ্যারান্টি’ চায় বলে আওয়াজ তোলেন তিনি।
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে এই সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। একশো দিনের কাজে আর্থিক বরাদ্দ না করার জন্য এই সভা থেকে ‘গর্জন’ তোলেন একের পর এক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একাধিক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দ আটকে রাখা হয়েছে, সেই দাবি তুলেই এবার জনগণের দুয়ারে ভোট চাইতে যাবে তৃণমূল কংগ্রেস, সেই বার্তাই উঠে এল এদিনের সভা থেকে।
তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিমণ্ডলের ইতিহাসে এই প্রথম ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করল। প্রার্থী তালিকায় একাধিক চমক থাকবে এরকমটা আগেই ধরে নেওয়া হয়েছিল। বিশেষত, পুরনো প্রার্থী তালিকা থেকে বেশ কিছু নাম বাদ যাবে, সেটাই ধরে নেওয়া হয়েছিল। সেরকমটাই দেখা গেল এবারের তৃণমূলের প্রার্থী তালিকাতেও।