নয়াদিল্লি: জল্পনা সত্যি হলো। আসন্ন লোকসভা নির্বাচনে ৪০০ আসন জয়ের লক্ষ্যে আরও দু'জন জোটসঙ্গী পেল বিজেপি। অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি এবং জনসেনা পার্টির সঙ্গে জোট পাকা বিজেপির।
লোকসভা ভোট এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট একই সময়ে। সে কথা উল্লেখ করে শনিবার টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু বলেন, 'অন্ধ্রপ্রদেশকে ধ্বংস করা হয়েছে। বিজেপি এবং টিডিপি মিলে দেশ এবং রাজ্যে উন্নয়নের জোয়ার আনবে।' এর পরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা টিডিপি এবং জনসেনা পার্টিকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা লেখেন। নাড্ডার কথায়, 'বিজেপি, টিডিপি এবং জেএসপি দেশের উন্নয়ন এবং অন্ধ্রের মানুষের উন্নতির জন্য বদ্ধপরিকর।'
২০১৮ সাল পর্যন্ত এনডিএ-তেই ছিল টিডিপি। সেই সময়ে অন্ধ্রের মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রবাবু নাইডু। পরে অন্ধ্রের জন্য আর্থিক সাহায্যের দাবি নিয়ে মনোমালিন্যে এনডিএ ছাড়েন চন্দ্রবাবু। ঠিক তার পরের বছর, ২০১৯-এর ভোটে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের কাছে লজ্জাজনক হার হয় টিডিপির। সেক্ষেত্রে ২০২৪-এর ভোটের আগে চন্দ্রবাবুর এনডিএ শিবিরে ফেরা প্রায় নিশ্চিতই ছিল। সূত্রের খবর, আসন্ন ভোটে টিডিপি ১৭ লোকসভা আসনে, বিজেপি ৬ এবং জেএসপি ২টি আসনে লড়বে বলে খবর।