TMC Candidate List : মিমির বদলে এলেন সায়নী, তৃণমূলের তালিকা থেকে 'ডিলিট' কোন কোন পুরনো মুখ?
এই সময় | ১০ মার্চ ২০২৪
তৃণমূলের প্রার্থী তালিকায় যে একাধিক চমক থাকবে তার আভাস আগেই পাওয়া যাচ্ছিল। কিছু পুরনো মুখ এবং কিছু নতুন যোদ্ধাদের নিয়ে লোকসভার ভোটযুদ্ধে নামলে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'দুই একজনকে প্রার্থী করতে পারলাম না। তাঁদের বিধানসভা নির্বাচনে প্রার্থী করার বিষয়টি ভেবে দেখব।'
উল্লেখযোগ্যভাবে এই প্রার্থী তালিকায় নাম ছিল না সাংসদ মিমি চক্রবর্তী, অর্জুন সিং, নুসরত জাহান, অপরূপা পোদ্দার, চৌধুরী মোহন জাটুয়ার।
মিমি চক্রবর্তী: লোকসভা নির্বাচনের ঠিক আগে মিমি চক্রবর্তী সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। রাজনীতিতে আর থাকতে চান কিনা, তা নিয়েও উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন তিনি। যদিও মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল মিমি চক্রবর্তীর কণ্ঠে। তিনি জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ইস্তফা গ্রহণ করেননি।গত লোকসভা নির্বাচনে মিমি চক্রবর্তীকে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল। এবারে অবশ্য তাঁকে আর প্রার্থী করা হয়নি। এই কেন্দ্রে এসেছেন সায়নী ঘোষ। তিনি নতুন মুখ। যুবনেত্রী। শুধু তাই নয়, ময়দানে নেমে বছরভর জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। পর্দাতেও ডাকাবুকো চরিত্রে অভিনয় করতে দেখা যায় সায়নীকে। তিনি নিজেও যাদবপুর এলাকারই বাসিন্দা। ফলে এই আসনের জন্য তাঁকে বেছে নেওয়া তৃণমূলের অন্যতম কৌশলগত মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে।
অর্জুন সিং: ব্যারাকপুরে গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিলেন অর্জুন সিংকে। বিজেপির হয়ে জয় এনে দিয়েছিলেন তিনি। এরপর অবশ্য তিনি বিজেপি ছেড়ে যোগদান করেছিলেন তৃণমূলে। কিন্তু, তাঁকে প্রার্থী করল না তৃণমূল। পরিবর্তে পার্থ ভৌমিককে ভরসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নুসরত জাহান: গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল নুসরত জাহানকে। কিন্তু, এরপর একাধিক বিতর্কে তিনি জড়িয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্কে উঠে এসেছেন তিনি। শুধু তাই নয়, সন্দেশখালির ঘটনার সময় একবারও তাঁর কেন্দ্রে না যাওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।
যদিও তিনি জানিয়েছিলেন, দল তাঁকে যা নির্দেশ দিয়েছে সেই কাজ তিনি করছেন। শুধু তাই নয়, প্রশাসন যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই বিষয়েও মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে। যদিও এই নিয়ে তীব্র কটাক্ষ ভেসে এসেছিল বিরোধী শিবির থেকে। এবার তাঁর পরিবর্তে বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে ভূমিপুত্র হাজি নুরুল ইসলামকে। চৌধুরী মোহন জাটুয়াকেও এবারের প্রার্থী করা হয়নি। তাঁর পরিবর্তে মথুরাপুরের প্রার্থী করা হয়েছে বাপি হালদারকে।