Burj Khalifa: বুর্জ খলিফার টপ ফ্লোরে কী রহস্য? বিশ্বের সর্বোচ্চ বহুতল দর্শনে টাকা লাগে?
এই সময় | ১০ মার্চ ২০২৪
এই বহুতল ছুঁয়েছে আকাশ। উপর দিকে তাকালে যেন মনে হয় শেষই হচ্ছে না। বিশ্বজুড়ে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু দুবাইয়ের বুর্জ খলিফা। পৃথিবীর উচ্চতম বহুতল ভবন এটি। সংযুক্ত আরব আমির শাহির দুবাই শহরে বিস্ময়ের প্রতীক হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। পৃথিবীর অন্যতম আকর্ষণ গগনচুম্বী এই বহুতল ভবনকে নিয়ে আগ্রহ-উৎসাহের শেষ নেই পর্যটকদের। অনেকেরই মনে প্রশ্ন জাগে সবচেয়ে উঁচু ভবনের একেবারে উপরের তলায় কি যেতে পারেন পর্যটকরা? সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয় পর্যটকদের? কৌতুহলী মনে অনেকেরই প্রশ্ন জাগে সবচয়ে উপরের তলায় কী রয়েছে? কী কাজ হয় সেখানে? এই প্রতিবেদন পাবেন সেই উত্তরই।২০০৯ সালে দুবাইয়ের বুকে নির্মিত হয় সুউচ্চ এই ভবন। এই বহুতলটির দৈর্ঘ্য ৮২০ মিটার। ১৬৩ তলা এই বিল্ডিং। সাঁতার, জিম, মল, অফিস, সিনেমা, সবকিছুই রয়েছে এই ভবনে। অনেকেরই প্রশ্ন সাধারণ পর্যটকরা কি যেতে পারেন একেবারে উপরের তলায়? জেনে রাখা ভালো বুর্জ খলিফার একেবারের উপরের তলায় উঠতে অনুমতি দেওয়া হয় না পর্যটকদের। প্রশ্ন উঠতেই পারে কেন?
ভবনের একেবারে উপরের তলায় পর্যটকদের উঠতে অনুমতি দেওয়া হয় না
দুবাই গেলে বুর্জ খলিফা না দেখে ফিরে আসা যেন 'মেজর মিসিং'। অনেকেই দুবাই সফরে যান শুধুমাত্র একবার এই বুর্জ খলিফাকে স্বচক্ষে দেখতে। ১৬৩ তলা এই বহুতলটিতে বিশ্বের সবচেয়ে উন্নত মানের সব সুযোগ সুবিধা রয়েছে। যাঁরা এখানে থাকেন অথবা যেসব পর্যটকরা ঘুরতে যান তাঁরা এই বহুতলে উঠতে পারেন না। কারণ এই ভবনের উপরের তলায় বড় বড় কর্পোরেট অফিস রয়েছে। তাই শুধুমাত্র অফিসের কর্মচারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় বহুতলে উঠতে। এছাড়াও বিল্ডিংয়ের উপর তলায় যখন শ্যুটিং চলে তখন তারকারা প্রবেশ করতে পারেন।
বুর্জ খলিফা দর্শন
বুর্জ খলিফা দর্শন করতে যেতে পারেন যে কোনও কেউ। তবে বুর্জ খলিফা দেখতে গেলে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপর ঘুরে দেখতে পারবেন বুর্জ খলিফা। তবে মনে রাখতে হবে বহুতলের প্রত্যেকটি তলায় আপনাকে ওঠার অনুমতি দেওয়া হবে এমনটা কিন্তু নয়। বেশ কয়েকটি তল ও বিশেষ জায়গা রয়েছে যেখানে সাধারণ পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়া হয়না। তবে তারকাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। বিশেষ কাজে অথবা শ্যুটিংয়ের কাজে শর্ত সাপেক্ষে এই বিশেষ তলগুলিতে উঠতে অনুমতি দেওয়া হয়।