• Ramadan 2024 Date : সৌদির আকাশে রবি সন্ধ্যায় রমজানের চাঁদ! রোজা শুরু কবে?
    এই সময় | ১০ মার্চ ২০২৪
  • রোজার জন্য প্রস্তুতি সেরে ফেলেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। রবিবারই শেষ হচ্ছে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাস। সম্পন্ন হচ্ছে ২৯ দিন। সাধারণত এই শাবান মাসের শেষ দিনই রমজানের পবিত্র চাঁদ দেখা যায়। রবিবার রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরব থেকে। আর তারপরই ঘোষণা হবে রোজার দিনক্ষণ।মুসলিমদের বিশ্বাস রমজানের শুরুতে স্বর্গের দরজা খুলে যায়। বন্ধ হয় পাতালের দ্বার। কারণ এই মাস হল দয়া, ত্যাগ, ক্ষমা এবং স্বর্গীয় উপলদ্ধির। সকলেই অপেক্ষায় রয়েছেন রমজানের পবিত্র চাঁদ দেখার। পবিত্র এই মাস শুরুর আগে যা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী, রোজার সময় নির্ধারিত হবে। অন্তরাত্মার শুদ্ধিকরণের জন্য এই গোটা মাসজুড়ে সর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস রাখেন মুসলিমরা। প্রার্থনা করেন আল্লাহর উদ্দেশ্যে।

    জানা গিয়েছে, সৌদি আরবের প্রশাসন ইতিমধ্যেই মুসলিমদের রবিবার সন্ধ্যার আকাশ রমজানের চাঁদ দেখার জন্য অবগত করেছে। যদি সৌদি সহ মদ্য প্রাচ্যের দেশগুলিতে রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা যায় তবে রমজান শুরু হবে আগামী সোমবার অর্থাৎ ১১ মার্চ থেকে। তবে যদি রবিবার মগরিবের নমাজের আগে চাঁদ না দেখা যায় সে ক্ষেত্রে সোমবার সম্ভাবনা থাকবে। তবে রমজান মাস শুরু হবে পরদিন অর্থাৎ ১২ মার্চ।

    সৌদি আরবের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যায় খালি চোখে কিংবা দূরবীন বা টেলিস্কোপের মাধ্যমে কেউ যদি চাঁদ দেখতে পায় তবে অবিলম্বে প্রশাসনকে জানাতে। নিকটবর্তী চাঁদ দেখা কমিটির কাছেও জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। প্রমান দেখাতে হবে রমজানের চাঁদের। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে যারা চাঁদ দেখবেন তাদের +97126921166 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অর্ধচন্দ্র খালি চোখেই দেখা যায়। সে ক্ষেত্রে রবিবার রাতে চাঁদ দেখা গেলে শুরু হয়ে যাবে রমজানের চূড়ান্ত মুহূর্তে নিয়ম। এদিন রাতেই এশার নামাজের পর তারাবি নামাজ পড়া এবং শেষ রাতে প্রথম সেহরিও খাবেন সৌদি, সংযুক্ত আরব আমিরশাহী সহ মধ্য প্রাচ্যের সকল ধর্মপ্রাণ মুসলিমরা। তবে চাঁদ দেখা না গেলে সোমবার আরব দেশগুলোতে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং রমজান মাস গণনা শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। সে ক্ষেত্রে সোমবার রাতে পড়া হবে এশার নমাজ এবং তারপর তারাবি নমাজ। সর্বেশেষে রাতে সেহেরি খেতে হবে মধ্য প্রাচ্যের মুসলিমদের। সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের দেশগুলির একদিন পর বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ইদ পালন হয় মধ্য প্রাচ্যের দেশগুলোর পরদিন।
  • Link to this news (এই সময়)