• Ramadan 2024 In India : আমেরিকায় সোমবার শুরু রোজা, ভারতে রমজান কবে?
    এই সময় | ১০ মার্চ ২০২৪
  • রমজান মাসের চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে আছেন মুসলিম ধর্মাবলম্বীরা। চাঁদ দেখা গেলেই ঘোষণা হবে রমজান মাসের। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র রমজানের দিন ঘোষণা করে দিয়েছে। সকলেরই প্রশ্ন ভারতে রোজা শুরু হচ্ছে কবে থেকে?অস্ট্রেলিয়ায় মঙ্গলে শুরু রোজাইমামদের ফেডারেল কাউন্সিল, ফতোয়া ও শরীয়াহ বিভাগের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি জানিয়েছে, সোমবার অর্থাৎ ১১ মার্চ শাবান মাস শেষ হচ্ছে। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার, ১২ মার্চ থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার রমজান মাস। ভৌগোলিক অবস্থান এবং আগে চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করল। অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য দেশের তুলনায় সময়ের দিক দিয়ে এগিয়ে। পশ্চিম গোলার্ধে যে সব দেশ রয়েছে সেগুলোর তুলনায় আগে অস্ট্রেলিয়ায় ইসলামিক চন্দ্র মাস শুরু হয়।

    আমেরিকায় সোমবার থেকে রমজানআবার মার্কিন যুক্তরাষ্ট্রে সোমবার, ১১ মার্চ থেকেই পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। পশ্চিমের এই দেশে রবিবার রাতে তারাবির নমাজ পাঠ করা হবে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে উত্তর আমেরিকার ফিকাহ কাউন্সিল। যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলিতে মূলত জ্যোতির্বিদ্যার হিসেব-নিকেশের উপর ভিত্তি করে রমজান ও ইদের দিনক্ষণ নির্ধারিত হবে। জ্যোতির্বিদ্যার হিসেব অনুযায়ী, রবিবার আমেরিকায় রমজান মাসের চাঁদ দেখা যাবে। অফিসিয়াল বিবৃতিতে উত্তর আমেরিকা ফিকাহ কাউন্সিল জানিয়েছে, রমজানের পবিত্র চাঁদ দেখা যাবে ১০ মার্চ, রবিবার সন্ধ্যায়। এদিন সূর্য থেকে চাঁদের দূরত্ব থাকবে ৮ ডিগ্রির বেশি। উত্তর আমেরিকার সব অঞ্চলে সূর্য থেকে চাঁদ ৫ ডিগ্রি উপরে থাকবে। রমজানের প্রথমদিন হবে ১১ মার্চ। তারাবির নমাজ পাঠ শুরু হবে রবিবার রাতে।

    ভারতে রোজা কবে থেকে শুরু?উত্তর আমেরিকার ফিকাহ কাউন্সিল রমজান ও শাহিওয়ালসহ সব চন্দ্রমাস শুরুর ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানের হিসাবকে স্বীকৃতি দেয়। যদিও মধ্য প্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে রমজান ও ইদের ক্ষেত্রে তারিখ নির্ধারণে খালি চোখে চাঁদ দেখা হয়। সৌদি আরব সহ আরব বিশ্বের সব দেশ আজ রাতে চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ১০ মার্চ রাতে মধ্য প্রাচ্যে চাঁদ দেখা যাবে না। ফলে মঙ্গলবার থেকে সৌদি ও মধ্য প্রাচ্যের অন্যান্য দেশগুলোতে রোজা শুরু হওয়ার সম্ভাবনা।

    জানা যাচ্ছে, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে রমজান শুরু হবে ১১ মার্চের পরদিন। সোমবার মগরিবের নমাজ শেষে চাঁদ দেখার উপর নির্ভর করবে সবটা। অর্থাৎ ১২ মার্চ, মঙ্গলবার থেকে রোজা শুরুর সম্ভাবনা। যদিও ভারতে এখনও তা আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
  • Link to this news (এই সময়)