• Dargah Demolished By Bulldozer : ভোররাতে বুলডোজার অ্যাকশন! গুজরাটের জুনাগড়ে ভাঙা হল দরগা
    এই সময় | ১০ মার্চ ২০২৪
  • ভোররাতে আচমকাই গুজরাটের জুনাগড়ে শোরগোল। বিপুল সংখ্যক পুলিশ কর্মী বুলডোজার নিয়ে পৌঁছন দরগার সামনে। ভেঙে ফেলা হয় জুনাগড়ের দরগা। পাশাপাশি দু'টি মন্দিরও গুঁড়িয়ে দেওয়া হয় বলে খবর। সবক'টিই বেআইনি জমিতে তৈরি হয়েছিল বলে অভিযোগ।জানা যাচ্ছে, মধ্যরাত ২টো নাগাদ দরগা ভাঙার কাজ শুরু হয়। রবিবার ভোর ৫টা পর্যন্ত চলে বুলডোজার অ্যাকশন। এলাকায় মোতায়েন করা হয় হাজারের উপর পুলিশ কর্মী। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা আঁটসাঁট করা হয়। দরগা চত্বরের চারিপাশে ৩০০ থেকে ৪০০ মিটার দূরত্ব পর্যন্ত ব্যারিকেড করা হয়।

    আগেও বুলডোজ অ্যাকশনের চেষ্টাউল্লেখ্য, জুনাগড়ের মেজবেড়ি এলাকার এই দরগাটি দু'দশকেরও বেশি পুরনো। এই দরগাটি রাস্তার একদম মাঝামাঝি অবস্থিত ছিল। এই দরগাটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে দাবি। ফলে সেটি ভেঙে ফেলার প্রয়াস নেওয়া হয় স্থানীয় প্রশাসনের তরফে। আগেও বহুবার বুলডোজার অ্যাকশনের সিদ্ধান্ত হয়েছিল। গত বছর জুন মাসেও পুলিশের একটি টিম দরগার সামনে পৌঁছেছিল। কিন্তু, স্থানীয়দের বিরোধিতায় ফিরে যেতে বাধ্য হয় পুলিশের টিম। সে সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। এমনকী, ভিড় নিয়ন্ত্রণ করতে আসা পুলিশদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলেও জানা যায়। সে পাথর হামলায় এক ডেপুটি এসপি সহ তিন পুলিশকর্মী জখম হন।

    ভাঙা হয় নাসিকের মাজারএর আগে চলতি মাসের শুরুতেই মহারাষ্ট্রের নাসিক-চন্দওয়াড় জাতীয় সড়কের মাঝে অবস্থিত একটি মাজারে বুলডোজ অ্যাকশন নেওয়া হয়। মহারাষ্ট্রের BJP বিধায়ক নীতেশ রাণে কিছুদিন আগে এই মাজার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি আল্টিমেটাম দিয়েছিলেন। জাতীয় সড়কের মাঝে নির্মিত মাজার অবিলম্বে ভেঙে না ফেললে একটি পাশেই একটি হনুমান মন্দির নির্মাণ করার হুংকার দিয়েছিলেন তিনি। এই হুংকারের দু'দিন পর প্রশাসন মাজারটিকে অবৈধ ঘোষণা করে এবং তারপর মধ্যরাতে মাজারটি বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়।

    মাত্র কিছুদিন আগে জুম্মাবারের নমাজ পাঠ করার সময় মুসলিম ব্যক্তিদের লাথি মারার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত শুক্রবার। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, নমাজ পাঠরত ব্যক্তিদের এলোপাথাড়ি লাথি মারছে এক পুলিশ। ইতিমধ্যেই ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।
  • Link to this news (এই সময়)