Lok Sabha Election 2024: 'মোদীর গুণকীর্তন করলে স্বামীকে ভাত নয়!' মহিলাদের পরামর্শ কেজরির
এই সময় | ১০ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচন আসন্ন। নির্ঘণ্ট প্রকাশের আগে প্রচার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁঝ ক্রমেই বাড়ছে। বিজেপিকে উদ্দেশ্য করে আক্রমণের উত্তাপ আরও বাড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মহিলাদের তাঁর নিদান মোদীর গুণকীর্তন করলেই স্বামীকে নৈশভোজ পরিবেশন থেকে বিরত থাকুন। মহিলাদের তাঁর বার্তা মোদীর জয়গান গাইলেন স্বামীদের না খেতে দেওয়ার পর পরামর্শ দিলেন কেজরিওয়াল। লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে মহিলাদের এই পরামর্শ দিতেই শোনা গেল আপ সুপ্রিমোকে।দিল্লিতে আয়োজিত 'মহিলা সম্মান সমরোধ'-এর মঞ্চে মহিলাদের উদ্দেশ্যে কেজরিওয়াল বলেন, 'অনেক ব্য়ক্তি এখন মোদীর নাম জপছেন। বিষয়টি বন্ধ করতে আপনাদের উদ্যোগ নিতে হবে। যদি আপনাদের স্বামীরা মোদীর গুণগান করেন তবে রাতে খেতে দেবেন না তাঁদের।' সম্প্রতি ২০২৪-২৫ অর্থবর্ষে দিল্লি বাজেটে ১৮ ঊর্ধ্ব মহিলাদের মাসিক ১০০০ টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। শনিবার তা নিয়ে সভা ছিল। বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে কেজরিওয়াল কথা বলেন মহিলাদের সঙ্গে। আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে রুখতে মহিলাদের শলা-পরামর্শ দেন তিনি।
যে সমস্ত মহিলা বিজেপির সমর্থক, তাঁদেরও মন ফেরাতে হবে বলে কেজরিওয়াল বার্তা দেন। তাঁর কথায়, ' বিজেপিকে সমর্থন করেন যে মহিলারা তাঁদের বোঝান আপনাদের পাশে থাকবে এই কেজরিওয়াল ভাই। বিদ্যুৎ বিনামূল্যে করে দিয়েছে কেজরিওয়াল সরকার। মহিলাদের জন্য বাসের টিকিটও ফ্রি। প্রতি মাসে মহিলারা ১০০০ টাকা পাচ্ছেন। বিজেপি মহিলাদের জন্য কী করেছে? বিজেপিকে কেন ভোট দেবেন আপনারা? কেজরিওয়ালকেই ভোট দিন।' কেজরিওয়ালের অভিযোগ, 'মহিলাদের ক্ষমতায়নের নামে বিজেপি প্রতারণা করছে।' বিজেপিকে নিশানা করে কেজরিওয়ালের আক্রমণ, 'বিজেপি কয়েকজন নারীকে কয়েকটি পদে বসিয়ে প্রচার করে নারীদের ক্ষমতায়ন হয়েছে। নারীদে পদ পাওয়া উচিত নয়, এমনটা আমি বলছি না। তাঁদের অবশ্যই বড় পদ ও টিকিট পাওয়া উচিত। সবকিছু পাওয়া উচিত তাঁদের। কিন্তু মাত্র দু-চারজন নারী এতে উপকৃত হচ্ছেন। বাকি মহিলারা কি পাচ্ছেন?' কেজরিওয়ালের প্রতিশ্রুতি তাঁর সরকারের নুতন প্রকল্প 'মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা' মহিলাদের ক্ষমতায়নে আরও জোর দেবে। বলেন, 'মহিলাদের ক্ষমতায়ন তখনই হবে যখন তাঁদের হাতে টাকা থাকবে। প্রত্যেক মহিলা এবার থেকে ১০০০ টাকা করে পাবেন। এক পরিবারে যদি তিন জন মহিলা সদস্য থাকেন, তিন জনই এই প্রকল্পের সুবিধা পাবেন।'
বারংবার তাঁকে ইডির তলব প্রসঙ্গে বিজেপিকে খোঁচা দেন রামের প্রসঙ্গ টেনে। বলেন, 'ভাবছি এই যুগে যদি ভগবান রাম জন্ম নিতেন তাহলে তাঁর বাড়িতেই ইডি-সিবিআইকে পাঠাত বিজেপি। হয়তো মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তাঁকেও জিজ্ঞেস করত আপনি কি বিজেপিতে যোগ দেবেন নাকি জেলে যেতেও প্রস্তুত?'